Tuesday, June 30, 2015

ইন্টারনেট ছাড়া অফলাইনে যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করুন গুগল ক্রোম দিয়ে- :-)

অনেক সময় এমন হয় হটাৎ করে কোন প্রয়োজনীয় খবর বা ওয়েবসাইট ব্রাউজ করার সময় হুট করে নেট কানেকশন চলে যায়, কেমন লাগে তখন?

আর এই ধরনের সমস্যার সবথেকে বেশী সম্মুখীন তারা যারা আমার মতো ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন।

ব্রডব্যান্ড ইন্টারনেট এর সবচেয়ে বড় সমস্যা হলো হঠাত করেই বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ এ নেট থাকেনা।আর নেট ছাড়া কম্পিউটার হয়ে উঠে বোরিং জিনিস।আর তখনি গুগল ক্রোম ব্যবহার করে ইন্টারনেট কানেশন না থাকা সত্ত্বেও যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন। শর্ত প্রযোজ্য***:-p

(এটি শুধুমাত্র আপনার ব্রাউজারের সেভ থাকা ক্যাশকুকি থেকে পেইজ লোড করবে)

১। শুরুতে আপনার গুগল ক্রোম ব্রাউজার চালু করে সার্চ বারে chrome://flags/ টাইপ করুন।
২। এবার ctrl+F প্রেস করে ফাইন্ড বারে “Enable Offline” টাইপ করুন।
৩। এবার ছবিতে দেখানো মতো অপশনটি চালু (Enable) করুন।
৪। কাজ শেষ, এবার আপনার ব্রাউজার রিস্টার্ট নিতে চাইবে এবং সেটি করুন। এবার রিস্টার্ট নেবার পর থেকে অফলাইনে আপনি যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।
কিছু কথাঃ অনেকের ক্ষেত্রে টিপসটি সাথে সাথে কাজ করবে না কারন আপনি সি’ক্লিনার নামের একটি সফটওয়্যার ব্যবহার করে আপনার পিসির সব ক্যাশকুকি ডিলিট করে দিয়েছেন।

আর যেহেতু ক্রোম আপনার ইন্টারনেট ক্যাশকুকি ব্যবহার করেই অফলাইনে ওয়েবসার্ফ করার সুবিধা দিবে সেহেতু এখনি এটি হবেনা।

বেটার হয়, বাউজারের ক্যাশকুকি ডিলিট করা বন্ধ করুন তারপর চেষ্টা করুন। তবে অনেকের ক্ষেত্রে ব্রাউজার করেকবার রিস্টার্ট দিলে তারপর কাজ করবে।

আমার টিউন পরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে এর ভিডিও দেখেও করতে পারেন।
Click Here To Watch

Click Here To Download



0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now