Tuesday, June 30, 2015

ফেইসবুকের ফটো ভেরিফিকেশন খুলুন খুব সহজেই।

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন।অনেক দিন ধরে ভাবছি একটি টিউন করবো, কিন্তু সময় পাচ্ছিলাম না।আজ হাতে সময় নিয়ে টিউন করতে বসলাম।শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি ব্যাপার নিয়ে টিউন করবো।তাহলে কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।

আপনার যা যা লাগবেঃ-

১. এন্ড্রোয়েড ফোন

২. ইন্টারনেট কানেকশন

৩. একটি এপ্স লাগবে, যার নাম One Click Vpn.

আপনি সর্বপ্রথম One Click Vpn এপ্সটি ডাউনলোড করুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন



, ডাউনলোড করা শেষ হলে তারপর এপ্সটি চালু করুন। তারপর জাপানের একটি আইপি কানেক্ট করুন।কানেক্ট হলে এই রকম দেখাবে "Connected, enjoy!". তারপর অপেরা মিনিতে ঢুকে এই ওয়েবসাইটটি লিখুন http://m.facebook.com. তারপর আপনি আপনার ভেরিফিকেশন হওয়া আইডি লগ ইন করুন। তারপর নাম্বার সিলেক্ট করার জন্য কান্ট্রি লিস্ট এ গিয়ে "Bangladesh" সিলেক্ট করুন।তারপর আপনার নাম্বার চাইবে, আপনি আপনার ফোন নাম্বারটি দিন। যে ফোন নাম্বারটি দিবেন, তাতে একটি ভেরিফিকেশন কোড আসবে।কোড আসলে সেটা কোডের জায়গায় বসিয়ে দিন।তারপর "Confirm" এ ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ। ইচ্ছে নাম্বারের পরিবর্তে সেটা মেইল দিয়ে ভেরিফিকেশন করতে পারেন।সে অপশনটা মোবাইল নাম্বার দেওয়ার নিচেই মেইল দেবার অপশন রয়েছে।

অনেক কষ্ট করে টাইম নিয়ে এই পোস্টটি টিউন করলাম।আমি ক্লাস নাইনে পড়ি, সায়েন্স নিছি, তাই সবসময় পড়াশোনার উপর থাকতে হয়।তাই আজকে হাতে সময় নিয়ে এই পোস্টটি টিউন করলাম।

দয়া করে কেউ এই পোস্টটি কপি করবেন না। যদি করেন, তাহলে দয়া করে আমার ক্রেডিট টি দিয়ে দিবেন।

কারো যদি আমার টিউনটি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।

Get Your Facebook Id !!!

ভালো থাকবেন সবাই।

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now