Saturday, June 27, 2015

থ্রিজি এরিয়াতে থাকা সত্ত্বেও আপনার ফোনে থ্রিজি কানেক্ট হচ্ছে না। এই নিন সমাধান।

আসসালামুআলাইকুম ! সবাই কেমন আছেন ? নিশ্চয়ই ভালো। সর্ববৃহৎ বাংলা ব্লগের সাথে থাকলে ভালো থাকারই কথা।
প্রথমেই জেনে নেই


WCDMA ও HSPA এর মধ্যে পার্থক্য কী?

WCDMA ও HSPA উভয়ই দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি। তবে HSPA হলো WCDMA এর পরবর্তী প্রজন্ম।
WCDMA এমন একটি 3G টেকনোলজি যেটা শুধুমাত্র কম 3G স্পিড সাপোর্ট করে যা ভাল কাভারেজ এলাকায় সর্বোচ্চ ৩৮৪ Kbps। WCDMA বেশ খারাপ 3G এক্সপেরিয়েন্স দেয় HSPA ডিভাইস এর 3G এক্সপেরিয়েন্সের তুলনায়।
আমরা গ্রাহকদেরকে পরামর্শ দিচ্ছি সেরা 3G এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য তারা যেন HSPA- তে তাদের ডিভাইস আপগ্রেড করেন।
WCDMA সর্বোচ্চ ৩৮৪ kbps স্পীড দিতে সক্ষম। অপরপক্ষে, HSPA ২১.১ mbps (থিওরেটিকাল) স্পিডি দিতে সক্ষম।

আজ আমি আলোচনা করবো মোবাইলের থ্রিজি কানেক্টিভিটি নিয়ে। অনেকেই আছেন থ্রিজি এরিয়ায় আছেন কিন্তু থ্রিজি কানেক্ট করতে পারেন না। অথবা থ্রিজি কানেক্ট হলেও H+ অথবা 3G লেখাটা আসে না। তাই তাদের জন্য সমাধান হলঃ প্রথমে আপনার এন্ড্রয়েডফোনের Settings>Mobile Networks> 3G service> Network Mode এ যান। এখানে এ দুটো অপশন দেখতে পাবেন। যেমনঃ GSM/WSMA (auto mode) WCDMA only এখন WCDMA only টা সিলেক্ট করুন। ব্যাস হয়ে গেল, এখন দেখুন আপনার ফোনে H+ অথবা 3G লেখাটা আসছে। ধন্যবাদ আমার এই ছোট টিউনের সাথে যুক্ত হোয়ার জন্য। আবার ভালো কিছু নিয়ে হাজির হবো।

Want to get 3g speed all time ???

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now