Thursday, May 28, 2015

৩০ মে প্রকাশিত হচ্ছে এসএসসি/সমমান পরিক্ষার রেজল্টার -২০১৫। কিভাবে দেখবেন এসএসসি/সমমান পরিক্ষা ফলাফল?

৩০ মে প্রকাশিত হচ্ছে এসএসসি/সমমান পরিক্ষার ফলাফল -২০১৫ গত ১৮ নভেম্বর ২০১৪ মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০১৫’র সময়সূচি অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয় । ২৮ অক্টোবর ২০১৪ মঙ্গলবার ঘোষিত খসড়া সময়সূচি অনুসারেই সম্মতিক্রমে আগামী ২ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা বিভিন্ন কারণে তা পেছানো হয়। এস এস সি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০মে ২০১৫, এটা নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এই বছর ৩,০৫৪টি কেন্দ্রে মোট ১৫,৪৩,৮৩৮ জন শিক্ষার্থি অংশ গ্রহণ করেছিলেন। বাংলাদেশ শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী সর্বশেষ লিখিত পরীক্ষা হতে ২মাস/৬০দিন সময়ের মধ্যে এস এস সি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। মোবাইল এস.এম.এস এর মাধমে ফলাফল : SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ SSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222. উদাহরণঃ SSC RAJ 123456 2015 and send SMS 16222 SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ Dakhil First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222. উদাহরণঃ Dakhil MAD 123456 2015 and send SMS 16222 এসএসসি ভোকেশনালের জন্যঃ SSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222. উদাহরণঃ SSC Tec 123456 2015 and send SMS 16222 পরিক্ষার্থীরা ইন্টানেট এর মাধ্যমে ফলাফল:
তার জন্য শিক্ষার্থী সরাসরি শিক্ষাবোর্ডের নিজেস্ব ওয়েব সাইট থেকে (ঠিকানা- এখানে) গিয়ে তার রোল নম্বর কাক্ষিত ফলাফল পাবে। Android ফোন থেকে ফলাফল: শিক্ষার্থী তার নিজেস্ব Android ফোন থেকে সরাসরি ইন্টানেটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন তার জন্য তাকে একটি Android এপস লাগবে প্রয়োজনে এখান থেকে ডাউনলোড 1 ডাউনলোড 2 করতে পারেন। কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। Give Your Roll And Get Free Sms Of Your Result

1 comment:

  1. Just love your article.I do continuously look over your web site for brand spanking new articles.I am recently acting on associate app bus rush game download thats going awe-inspiring and special because of you ��

    ReplyDelete

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now