Thursday, May 28, 2015

এণ্ডয়েড এর হাই স্পীডের ব্রাউজার Link Bubble Browser ব্যবহার করুন আর পেজ লোড করুন আরো দ্রুত, নিরাপদে ও কম ডাটা ব্যবহার করে

Best Java, Android Games, Apps প্রিয় টেকটিউনের কমিউনিটি, আশা করি ভাল আছেন। আপনাদের সসুস্বাস্থ্য কামনা ককরছি। আজ আবার আপনাদের মাঝে হাজির হলাম চমৎকার একটি এপ নিয়ে।
ব্রাউজার এন্ডয়েড এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এপ্লিকেশন। একটি ভাল মানের ব্রাউজার না হলে নেট ব্যাহার করে মজা পাওয়া কঠিন। আমি যতগুলো ব্রাউজার ব্যবহার করছি তার মধ্যে Link Bubble Browser টি খুবই দ্রুত লোড নেয়, সময় সেভ করে, বেটারির চার্জ কম ব্যবহার করে, ডাটা সেভ করে। ব্রাউজারটির কিছু বৈশিষ্ট্য তুল ধরা হলঃ ১। আলো নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে ব্যাটারি খরচ কমবে। ২। ইউটিউবসহ যেকো ভিডিওর লিংক embed করতে পারবেন। ৩। ডাটা সেভ হবে। কতটুকু ডাটা সেভ হবে তাও দেখতে পাবেন। ৪। একই সময়ে একাধিক পেজ লোড করতে পারবেন ৫। যে কোন লিংক শেয়ার করতে পারবেন সহজেই। ৬। পেজ একবার লোড হলে আর দ্বিতীয় বার লো দিতে হবে না, যখন ইচ্ছা পড়তে পারবেন। ৭। এনিমেশন সাপোর্ট করবে। ৮। জুম করে পড়তে পারবেন। ফলে চোখের সমস্যা হবে না। ৯। গুগল ভয়েজ সাপোর্ট করে ফলে সার্চ করা আরো সহজ। ১০। নিজের পছন্দমত থিম পরিবর্তন করতে পারবেন। Link Bubble Browser Pro এবং Link Bubble Browser ফ্রি উভয় ভার্সনই আছে। নিচের লিংক থেকে প্রো ভার্সনটি ডাউনলোড করুন Link 1 Bubble Browser Pro Link 2 Bubble Browser Pro

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now