Saturday, May 30, 2015

আবারো জিপিতে আনলিমিটেড ফ্রি ডাউনলোড করুন যত বড় ফাইল হোক। যতদিন থাকছে চালাতে থাকেন আরামসে (আপডেট ৩১-৫-১৫)

টিউনটা ২৮ তারিখে আমি প্রকাশ করেছিলাম। কিন্তু অনেকেই হহয়ত জানেই না।অনেক মাসের পর আজ জিপিকে নিয়ে কিছু লিখতে যাচ্ছি। আমার ফেইসবুক ফ্রেন্ডস আমাকে যা জ্বালাইসে যে জিপি ফ্রী বের কর আমি থাকতে পারলাম না। অবশেষে আজ আপনাদের জন্য এই ছোট্ট ট্রিক উপহার দিলাম। এখন যেই ট্রিকটা আমি দিব তা আমি ইউজ করছি। এখাননে যত বড় ফাইল হলেও আপনি ডাউনলোড দিতে পারবেন। সকলের মাঝে শেয়ার করার থেকে আমি বিরত থাকতে চাই তাই নিচের সেটিংস টেক্স ফাইলটা নামিয়ে নেন। ওইখানেই কি সেটিংস করতে হবে দেওয়া আছে। Download Link 1 Download Link 2 যখন জিপি তাদের ওয়েবপাস টিকেট চালু করেছিল তখন থেকেই আমি ভাবতাম কিছু একটা করতেই হবে। আপনাকে অবশ্যই ২ টাকার বেশি ব্যালেন্স ফোনে রাখতে হবে। অবশ্য অনেকের webpass এ সমস্যা হতে পারে। চিন্তা নাই পরে দেখবেন। এখন webpass এ ১ টাকার ইন্টারনেট ব্রাউজ সিস্টেম দিল। আপনি এক্টিব করে নেন। তারপর যখন আপনি ১ টাকায় এক ঘন্টার টিকেট এক্টিব করবেন সেই সময় থেকে আপনাকে এক ঘন্টা আপনাকে ২০ এম্বি ব্রাউজ+ডাউনলোড করতে দিবে। তাহলে আমাদেরকে ২০ এম্বি শেষ করার আগেই কাজে নেমে পরতে হবে। চলুন কাজের কথাই আসি। ১ টাকার পেক এক্টিব করার সাথে সাথেই আপনাকে যেকোন প্রক্সি সাইটে যেতে হবে। আমি দিয়ে দিলাম ১- http://hideme.be ২- http://zacebook.com ৩- http://proxy-server.at নিচের সাইট গুলো আপনাদের কাছে অপরিচিত কিছুই না। উপরের যেকোন সাইটে গেলে আপনি একটা বক্স পাবেন। সেখানে আপনার কাংখিত সাইটের নাম লিখুন আর নিচির এন্টার বাটন চাপুন। আর যারা সার্চ করে ফাইল নামাটে চান তারা বক্সটাতে google.com লিখুন তাহলেই গোগল চলে আসবে। তারপর সার্চ করে পছন্ডের ফাইল নাামিয়ে নিন। আমি সাজেস্ট করব যে ফাইল গুলো ১০০ এম্বির বেশি হলে ভাল হবে। আপনাদের উৎসাহ পেলে আরও করতে পারব আশা করি। নোট: ২০ এম্বি শেষ করার আগেই উক্ত কাজগুলো করে নিতে হবে। ফাইল ডাউনলোড করার সময় কোন প্রকার ব্রাউসিং করা যাবে না এবং ডাউনলোড pause করা যাবে না।

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now