Tuesday, May 26, 2015

এবার ডিলিট হয়ে যাওয়া ফাইল রিকভার হবেই, না হয়ে উপায় নাই ।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। যাই হোক। আমরা অনেক সময় ভুলক্রমে অনেক জরুরী ফাইল Delete করে ফেলি। recycle bin থেকে delete করার পর তা ফিরে পাবার কোন উপায় থাকে না। তখন আফসোস করা এবং মাথার চুল ছেড়া ছাড়া আর কোন উপায় থাকে না। আজকে আমরা দেখব কিভাবে আপনার জরুরী ফাইল ডিলেট করে ফেলার পর Undelete নামক একটি Software দিয়ে ফিরে পাবো। তো চলুন, প্রথমে এই লিঙ্ক থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করুন। Software টির সাইজ মাত্র 2.29 মেগা বাইট। সুতরাং চিন্তার কোন কারন নেই। ডাউনলোড করার পর ফাইলটি আন জিপ করুন। এবার সেটাপ করে নিন। এটি ওপেন করলে নিচের উইন্ডো টি আসবে।
তারপর যেকোন একটি Drive সিলেক্ট করে Search-এ ক্লিক করতে হবে। তারপর Delete করা ফাইল খুজে বের করা শুরু করবে। এবার যে ফাইলটি Recover করতে চান সেটা সিলেক্ট করে Best Java, Android Games, Apps">Recover এ ক্লিক করতে হবে। এবার Undelete Path Select করুন। মানে আপনি কোথায় ফাইলটি Save করতে চাচ্ছেন, তা দেখিয়ে দিন। এভাবে যেকোন ফাইল Recover করা যায়। দেখুন মজা!! ফাইল রিকভার হবেই, না হয়ে উপায় নাই ।। আশাকরি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন । কিছু বুঝতে অসুবিধে হলে, ভিডিও টি দেখুন। Best Java, Android Games, Apps

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now