Sunday, May 24, 2015

এবার আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার পিসি আপনার কথার রিপ্লাই দিবে। কি মজার তাই না????

আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে??? আশা করি ভালই আছেন। আজকে যে টিউনটি শেয়ার করব এটা একটু অন্যরকম,আর একটু মজার টিউন। আগেই বলে রাখি এই টিউনটি শুধুমাত্র Windows 7, 8 এর জন্য কার্যকারী।তবে অন্যান্য Windows এ কাজ করবে কিনা আমার জানা নাই,আমি ট্রাই করিনী,তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন যদিও কাজ হতে পারে। চলুন কাজ শুরু করি। → প্রথমে Control Panel- এ ঢুকুন । → এরপর Speech Recognition-এ ক্লিক করুন। → এরপর Start Speech Recognition-এ ক্লিক করুন । → এরপর এমন একটা বার আসবে...যদি Off থাকে, On করে নিন। → এবার Microsoft Word বের করুন এবং আপনি যা বলবেন এটা তাই লিখবে (English Only) Windows XP এরজন্য Control Panel-এ ঢুকে,Region & Language- এ ক্লিক করুন। → এরপর একটা নতুন Window আসবে । সেখান থেকে, LanguageTab-এ ক্লিক করুন । → এরপর ক্লিক করুন Details-এ । নিচে Language Bar- এ ক্লিক করুন । → প্রথম আর দ্বিতীয়টাতে টিক দিন । OK করুন । এবার Advanced Tab -এ ক্লিক করে দুইটাই টিক তুলে দিন OK করুন । → এবার দেখুন Taskbar-এ Microphone এসেছে । কথা বলুন, আর মজা দেখুন ...তবে একটু আস্তে আস্তে ট্রাই করবেন। কোন প্রকার ভুল হলে টিউনের জন্য আমি দায়ি নই। আশা করি টিউনটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে। টিউনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। Best Java, Android Games, Apps

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now