Saturday, December 26, 2015

Trafficmonsoon থেকে আয় করুন অনলাইন জগতে সবচেয়ে বিস্বস্ত সাইট।


How to open trafficmonsoon account???
1. Goto here click to open account   ( jodi problem hoy taile vuleo paknami koira id korben na, enroller name a Md. Masud Howlader ace kina check korben , oikhane trafficmonsoon asle id korar dorkar ni, amake inbox korben , ami id kore dibo )
2. Click Register button on the top
3. Then fill up your name,password and all needed information ( use real info )
4. enter withdraw code at least 5 number which is needed when you will withdraw
5. Now after that confirm your email from your gmail/yahoo account
6. The payza filed keep blank and give your email id in the solidtrust filed if you have no payza account
7. If you need payza account just conatct with me in facebook Sabbir Al Hasan
8. If you have any problem for signup under my referral just contact in facebook
9. I will help you if you signup under my refferal link
10. Thank you.

আপনার যা যা প্রয়োজন হবেঃ
*ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার / laptop/ বা এন্ড্রয়েড ফোন হলেও হবে।
*একটি ইমেইল একাউন্ট।
* ১টি paypal/ payza account. account খোলার আগেই paypal/payza account খুলতে হবে। acount খোলার সময় paypal/payza এর email দিতে হবে। (বাংলাদেশে paypal support করে না, তই payza দিয়ে dollar withdraw করাই ভালো। যাদের পেজা নেই তারা www.payza.com থেকে একাউন্ট খুলে নিন।
* দিনে সর্বোচ্চ 20 মিনিট সময়
* আর সবথেকে বেশি প্রয়োজন আপনার ইচ্ছা ও ধৈর্য্য।
কাজের ধাপঃ 1. সঠিকভাবে একাউন্ট তৈরি করা।
2. সব এড সময় মতো দেখা।
3. রেফারেল বানানো।
4. 10 টি surf এড নিয়মিত দেখা। (Referral থাকলে আবশ্যক)
5. ডলার ক্যাশ আউট করা। অর্থাৎ টাকা আয় থেকে শুরু করে হাতে পাওয়ার A to Z.
এবার কাজ শুরু করা যাকঃ 1. সঠিকভাবে একাউন্ট তৈরি করাঃ প্রথমে আপনাকে Trafficmonsoon রেজিস্টার করতে হবে। রেজিস্টোর করতে Click here ক্লিক করুন। REGISTER করতে এইখানে CLICK করুন
এবার সাইটের হোম পেইজটি আসবে এখান থেকে Signup button এ ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার একাউন্টটি তৈরি করুন।
এবার যে পেইজটি আসবে তাতে ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার Trafficmonsoon একাউন্টটি তৈরি করুন। * First Name : or Last Name : (এখানে আপনার নাম দিন)
* Phone: (এখানে আপনার মোবাইল নম্বার দিন)অবশ্যই আপনি সবসময় যে নাম্বার ব্যবহার করেন সেই নাম্বার দিবেন।
* Email Address : (এখানে আপনার ইমেইল একাউন্টটি দিন। এই একাউন্টে আপনার একাউন্টের সকল তথ্য দেওযা হবে) * Retype E-mail: (একই ইমেইল একাউন্ট আবার দিন।)
* Enter Username: (এখানে একটি ইউজার নেইম নির্বাচন করুন। এর মধ্যে কোনো স্পেইস হবে না)
* Setup a Withdraw Code & Retype Code: (এখানে চার ডিজিটের বেশি একটি পিন নম্বার দিন। ডলার withdraw করার সময় এই পিন দিতে হবে। এই pin টি মনে রখবেন)
* Define Password (Letters and Numbers): or Retype Password: (এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিন।)
* Payment Information: (এখানে যদি আপনার এতিমধ্যে পেইজা অথবা পেপাল অথবা ‍সলিডসার্স্টে একাউন্ট থাকে তাহলে দিয়ে দিন। (বাংলাদেশে paypal support করে না, তই payza দিয়ে dollar withdraw করাই ভালো।
এবার I understand and fully agree to ট্রাফিকমনসুন Terms and Conditions Including that any purchase of service is non-refundable. মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন।
এবার আপনি একটি সমস্যা দেখতে পারেন যে, সাইট আপনাকে বলবে আপনার আইপি দিয়ে ইতিমধ্যে একটি একাউন্ট খুলা হয়েগিয়েছে। এখন আপনি কি করবেন।
আমি বলে দিচ্ছি, আপনি আপনার মডেমটি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করুন। অথবা মোবাইলের ডাটা অফ করে আবার অন করুন যতক্ষণ এই সমস্যা করবে ততক্ষণ এইরকম করতে হবে। এবার Setup a Withdraw Code: or Retype Code: এবং Define Password (Letters and Numbers): or Retype Password: গুলো আবার আগের মত দিয়ে “Proceed” এ ক্লিক করুন। যদি আবারও না হয় তাহলে এভাবে দুই তিনবার চেষ্টা করার পরই একাউন্ট তৈরি হয়ে যাবে। “procced” button এ click করলে যদি আসে যে A verification code was sent to your account তাহলে বুঝবেন আপনার account হয়ে গেছে। এখন আনার gmail/ yahoo তে log in করুন। যদি উপরের লিখার মত না আসে তাহলে আপনার internet connection Disconnect করে আবার connect করে কয়েক বার চেষ্টা করুন, আসা করি হয়ে যাবে। (Note: IP সমস্যা এর জন্য এমন না হতে পারে। এ সমস্যা দূর করতে ইন্টারনেট Connection Off করে On করুন।
বেশ কিছুবার করতে হতে পারে। তবে Register Under System এ যাবেন না।) এবার আপনাকে আপনার Trafficmonsoon একাউন্ট ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে আপনার ইমেইল একাউন্ট চেক করুন। ট্রাফিকমনসুন থেকে আপনাকে একটি ইমেল দেওয়া হবে। ইমেইলে আপনার একউন্টের তথ্যসহ আপনার একাউন্ট একটিভ করার একটি লিংক দেওয়া হবে। লিংকটিতে ক্লিক করে আপনার একাউন্টে পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগিন করুন। আপনার একাউন্ট তৈরির কাজ শেষ।
2. সব এড সময় মতো দেখাঃ একাউন্ট তৈরি করার পর আপনার কাজ হল প্রতিদিন নিয়মিত এডগুলো দেখা। এড দেখতে দিনে ২-৩ বার প্রতি ৩-৪ঘণ্টা পর পর account এ একাউন্টে লগিন করুন। [একাউন্টে লগিং করার সময়ও IP সমস্যা হবে। সমস্যা হলে মডেম ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে লগিন করুন। মোবাইল হলে ইন্টারনেট কানেকশন অফ করে আবার অনকরুন কয়েকবার করতে হতে পারে] লগিন করে কিছু এড পাবেন এড ভেলু 0.01 ও 0.02 হয় প্রতিদিন এই সাইট তিনবার এড দেয় তিনবারে ১০-২০ টি এড কিংবা মাঝেমাঝে আরো বেশি এড দেয়। প্রতিদিন নিয়মিত এডগুলো দেখুন। প্রতিদিন রাত ১২টার পর; সকাল ৬ টার আগে ও পরে সন্ধ্যে ৬ টার পর এড দেয় তারপর পর আবার বিকালেও কিছু কিছু এড দেয় তবে প্রতিদিন দেয় না। ads দেখার ধাপ সমুহ… account এ login করে নিচে গেলে নিচের picture এর মত দেখতে পাবেন।


তবে রেজিস্টার করার সাথে সাথে এতো add নাও পেতে পারেন, তবে ২-৩ ঘন্টা পর পেয়ে যাবেন। তখন সবুজ জায়গায় ক্লিক করলে নিচের ছবির মত আসবে
তখন claim button click করে নিচের ধাপ সমুহ অনুসরন করুন… claim button এ click করলে নিচের picture এর মত আসবে…
কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের মত আসবে।


তখন captcha টা box এ সংখ্যা লিখে “credit click” button এ click করুন। box এ সংখ্যা লিখে “credit click” button এ click করলে নিচের মত আসলে বুঝবেন আপনি সফল ভাবে


ad দেখেছেন। এমন আসলে বুঝবেন আপনার earn হয়েছে। তখন আপনার account এ $ যোগ হয়ে গেছে। এখন “back to account” button এ click করে এভাবে সব ad গুলো 3-4 ঘণ্টা পর পর দিনে 4-5 বার account এ log in করে দেখুন।
3. রেফারেল বানানোঃ এই সাইটের সবচেয়ে ভাল দিক হচ্ছে ১০০% রেফারেল কমিশন। আপনি যেভাবে ১০-২০ সেন্ট প্রতিদিন পাবেন ঠিক একই ভাবে আপনার রেফারেল যদি নিয়মিত কাজ করে তাহলে আপনার রেফারেল থেকে আপনি আরও ১০-২০ পাবেন প্রতিদিন। তাহলে আপনার যদি ১ জন রেফারেল থাকে তাহলে আপনি প্রতিদিন আয় করতে পারবেন ১০ + ১০ = ২০ সেন্ট। এখন আপনি যত বেশি রেফারেল করতে পারবেন আপনি তত বেশি আয় করতে পারবেন এখন আপনি যদি প্রথম দিনই ২০ জন রেফারের বানাতে পারেন তাহলে আপনার প্রতিদিন আয় হবে, যদি ১০ সেন্টের এড দেয় তাহলে, ১০ × ২০ = ২ ডলার + আপনার আয় ১০ সেন্ট মোট ২ ডলার ১০ সেন্ট এখন আপনি এইভাবে যত বেশি রেফারেল করতে পারবেন আপনার আয় তত বেশি হবে।
4. ১০টি surf এড নিয়মিত দেখাঃ আপনি যখন রেফারেল বানাবেন যদি আপনি এই এডগুলো না দেখেন তাহলে আপনার একাউন্টে আপনার রেফারেলের আয় আসবে না। লগিং করার পর সামান্য নিচে “Start Surfing” বাটনে ক্লিক একটি এড দেখে “Next“-এ ক্লিক করলে আরও একটি এড অপেন হবে এভাব মোট ১০টি এড দেখে “Back to Account” বাটনে ক্লিক করে আপনার একাউন্টে চলে আসুন এখন দেখতে পাবেন “Start Surfing” এর নিচে একটি টাইম শুরু হয়েছে ২৪ ঘন্টার। এই ২৪ ঘন্টার মধ্যে আপনার যত রেফারেল যতটি ক্লিক করবে আপনি সব ক্লিকের ১০০% কমিশন পাবেন। তাই এই ১০টি এড দেখা খুব প্রয়োজন কতটা earn হবে এই সাইট থেকে। এখানে আপনি 0.15 এর এড প্রতিদিন sure পাবেন। আপনার ১ টা রেফারেল থাকলে পাবেন সেই পরিমান কমিসন। মানে আপনার এক দিনের আয় হল ০.৩$. এখন ভাবুন ১০ তা রেফারেল হলে কি হবে, ১০x০.15=1.5$। শুরু করার ক্ষেত্রে ভাল আয়। মাসে আয় হচ্ছে ৩০x১.৫=৪৫ আর কি চায়। আয় বারাতে শুধূ রেফারেল বারান,ব্যাসসসসস। ছাত্রদের জন্য এটি খুব ভাল উপায়, কেননা এতে বেশি সময় লাগে না আর যা টাকা পায় তাই জমা করতে পারে। ১ বছরে ২০ টা রেফারেল থাকলেই ১২x৯০=১০৮০$ যা টাকাতে ৮১০০০ টাকা। এটা তো তারা পড়াশোনা করতে টাকার অসুবিধা হলেও কাজে লাগাতে পারে, তাই না কি? আর সময়ও কম লাগে তাই পড়ারও ক্ষতি হবে না।







Saturday, October 24, 2015

দেখে নিন কোন প্লেয়ার খেলছেন কোন দলে


গতকাল হয়ে গেলো বিপিএল টি-টুয়েন্টি ২০১৫ আসরের খেলোয়াড়দের নিলাম। প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে প্রতিটি দল তাদের খেলোয়াড় পছন্দ করেন। দেখে নিন কোন দলে রয়েছেন আপনার কোন প্রিয় তারকা।



ঢাকা ডায়নামাইটস:

দেশি: নাসির হোসেন (আইকন), মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হাসান, ইরফান শুক্কুর।

বিদেশি: কুমার সাঙ্গাকারা, সোহেল খান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, শাহজিব হাসান, মোহাম্মদ ইরফান, রায়ান টেন ডেসকাট, ডেভিড মালান।



চিটাগং ভাইকিংস:

দেশি: তামিম ইকবাল (আইকন), এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম,
এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ, নাফিস ইকবাল।

বিদেশি: সাঈদ আজমল, জীবন মেন্ডিস, রবিন পিটারসন, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ আমির, এলটন চিগুম্বুরা, চামারা কাপুগেদারা।




বরিশাল বুলস:

দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলাম।

বিদেশি: ক্রিস গেইল, কেভন কুপার, আরভিন লুইস, ব্রেন্ডন টেলর, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, ইমাদ ওয়াসিম।




সিলেট সুপারস্টার্স:

দেশি: মুশফিকুর রহিম (আইকন), রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন, আবু সায়েম।

বিদেশি: শহিদ আফ্রিদি, রবি বোপারা, ব্র্যাড হজ, সোহেল তানভীর, ক্রিস জর্ডান, জশুয়া কব, অজন্তা মেন্ডিস।




কুমিল্লা ভিক্টোরিয়ানন্স:

দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার, ধীমান ঘোষ।

বিদেশি: শোয়েব মালিক, সুনিল নারাইন, মারলন স্যামুয়েলস, ক্রিশমার সান্টোকি, আহমেদ শেহজাদ, ড্যারেন স্টিভেন্স, নুয়ান কুলাসেকারা, আন্দ্রে রাসেল, লাহিরু থিরিমান্নে।




রংপুর রাইডার্স:

দেশি: সাকিব আল হাসান (আইকন), সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, মুক্তার আলী, সাকলাইন সজীব, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খান, রাসেল আল মামুন।

বিদেশি: ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে, মোহাম্মদ নবি, ওয়াহাব রিয়াজ।

Saturday, October 17, 2015

জিপিতে ফ্রী ২০/৪০ টাকা FlexiLoad নিয়ে নিন মোবিক্যাশ থেকে, যারা পান নাই তাদের জন্য। (Updated)


আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই ? আশা করি টেকটিউনের সাথে ভালই আছেন। এটি একটি সাময়িক অফার মাত্র। এই অফারটি শুধু মাত্র গ্রামীনফোণ প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

এটা হলো MobiCash এ একাউন্ট তৈরী করার মাধ্যমে বোনাস হিসেবে ২০ টাকা ফেক্সিলোড, যেটা একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার নিতে পারবে।

জিপি তাদের MobiCash এ একাউন্ট তৈরীর পদ্ধতী পরিবর্তন করায় বিকল্প পদ্ধতী দেওয়া হলো।চলুন এবার দেখে নেয়া যাক কিভাবে MobiCash এ রেজিস্ট্রেশন করবেন…

জিপি তাদের একাউন্ট খোলার পদ্ধতী পিরবর্তন করার কারনে আমরা এবার USSD কোড ডায়েল করার পরিবর্তে ম্যাসেজ দিয়ে একাউন্ট খুলবো।

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “Tket” আর পাঠিয়ে দিন 1200 নাম্বারে।

এবার লক্ষ করুন আপনার মোবাইলে MobiCash Account Created Successfully… এ রকম একটা ম্যাসেজ এসেছে, এবং ডিফল্ট পাসওয়ার্ড ০০০০।

একাউন্ট খোলা তো হলো, এখন ২০ টাকা বোনাস কেমন করে পাবেন সেটা দেখুন…

এখন আপনার মোবাইল থেকে *777# ডায়াল করে ৩ নম্বর থেকে My Mobicash সিলেক্ট করুন, তারপর Pin Change সিলেক্ট করতে ৪ চাপুন এবং আপনার পাসওয়ার্ড চেঞ্জ করুন। (Old পাসওয়ার্ড ০০০০ দিন)

পাসওয়ার্ড পরিবর্তন শেষ হলে আবার *777# ডায়াল করে ৩ নম্বর থেকে My Mobicash সিলেক্ট করুন, তারপর Balance Enquiry করতে ৩ চাপুন, আর আপনার পাসওয়ার্ড দিয়ে Balance দেখুন…২০টাকা তাইনা। 😀

[বিঃদ্রঃ পাসওয়ার্ড পরিবর্তন না করলে ২০টাকা বোনাস পাবেন না]

এখন আপনার একাউন্ট থেকে ফেক্সিলোড করার পালা, ফেক্সিলোড করার নিয়ম আপনারা অনেকেই হয়তো পারেন তবুও দিচ্ছি।।

প্রথমে আপনার গ্রামীনফোন সিম দিয়ে ডায়াল করুন, *777#

ফিরতি বার্তার অপশন থেকে ফ্লেক্সিলোড অপশন বেছে নিতে 1 চাপুন।

পরবর্তী ধাপে আপনার নিজের সিম Prepaid হলে ১, Postpaid হলে ২ চাপুন।

এখন আপনার নিজের সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ১, অন্য সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ২ চাপুন।

এখানে আপনার টাকার সংখ্যা লিখুন ২০।

তারপর আপনার পিন নম্বর চাবে, পিন কোড দিন। (সাবধান, পিনকোড 3 বার ভূল হলে আপনাকে ব্লোক করে দিবে)

Wednesday, August 26, 2015

যারা ইংরেজি ভাষায় দক্ষতা নিতে চান তাদের জন্যে এই টিউন।


আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমার টিউনটি IELTS নিয়ে।



IELTS কি ?

আইইএলটিএস' হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। IELTS (The International English Language Testing System)। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের অনেক দেশে উচ্চশিক্ষা কিংবা ভিসার আবেদন করতে ভালো আইইএলটিএস স্কোর থাকতে হয়। আইইএলটিএস পরীক্ষাপদ্ধতি দুই ধরনের, ‘একাডেমিক’ ও ‘জেনারেল’। উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের ‘একাডেমিক আইইএলটিএস’ টেস্টে অংশ নিতে হয়। যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারে। এ জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।



মুলকথা ইংরেজি ভাষায় দক্ষতার জন্যে IELTS গুরুত্বপূর্ণ একটি দিক...





আমার কাছে কিছু IELTS এর CD আছে যা আমি আপনাদের অনুমতি পেলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার মধ্যে থেকে একটি শেয়ার করলাম এবং আপনারা চাইলে বাকি CD গুলো শেয়ার করব



ডাউনলোড করুন Cambridge IELTS 1



আমার কাছে কিছু IELTS এর CD আছে যা আমি আপনাদের অনুমতি পেলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার মধ্যে থেকে একটি শেয়ার করলাম এবং আপনারা চাইলে বাকি CD গুলো শেয়ার করব। দয়া করে মতামত জানাবেন।





টিউন এর কোন যায়গায় ভুল হলে ক্ষমা করবেন

দয়া করে মতামত জানাবেন

টিউন এর কোন যায়গায় ভুল হলে ক্ষমা করবেন।

[Windows হ্যাকিং] হ্যাক করুন আপনার বন্ধুর বা আত্মীয়ের কম্পিউটার এর Windows লগইন পাসওয়ার্ড এন্ড শিখুন কিভাবে Windows পাসওয়ার্ড Bypass করতে হয়। যার পাসওয়ার্ড হ্যাক করবেন সে জানতে ও পারবে না। [Easy & Full Guide]

আপনি কি আপনার windows XP, Vista, 7, 8 or 8.1 logon password ভুলে গেছেন ? আপনি কি আপনার বন্ধুর বা আত্মীয়ের কম্পিউটার অ্যাক্সেস করতে চান ?? 😛
আজ আমি দেখাবো কি করে একটি windows এর পাসওয়ার্ড হ্যাক করবেন অথবা বাইপাস করবেন।
এর জন্য অমরা Kon-Boot টুল Use করব। এটা একটি পেইড সফটওয়্যার but কোন সফটওয়্যার crack করা যায় না? So .

Features of Kon-Boot

It Can Bypass Windows XP, Windows Vista, Windows 7, Windows 8, Windows 8.1 and Windows 10
Kon-Boot is now able to bypass online account authorization on Windows 8/8.1
It will not overwrite your old password,it means that you can easily access you Friend’s or relative’s PC without getting caught :p
Fast, tiny and gets your job done !
What’s New ?

Windows 10 Supported (Offline only)
Steps To Bypass Windows Log-on using Pen-Drive

1.Download করুন and Extract করুন Kon-Boot
2.আপনার Pen-drive Plug in করুন
3.এখন “usb_install_RUNASADMIN.bat” কে “Run As Administrator” দিয়ে ওপেন করুন [select and right click ur mouse,u will see “Run As Administrator”]
4.After Process Completion, Reboot you computer
5.এখন আপনার pen-drive Ready for Action

Note:ভিডিও দেখুন কিভাবে করবেন।ফলো ভিডিও guide.

2nd Part.

1.যে কম্পিউটার হ্যাক/bypass করবেন সে কম্পিউটারে আপনার pen-drive প্লাগ ইন করুন।
2.এখন ওই কম্পিউটার কে রিস্টার্ট দিয়ে BIOS settings থেকে Boot from USB দেখিয়ে দিন.মানে আপনাক BIOS settings এর বুট মেনু থেকে Pen-drive দেখিয়ে দিতে হবে.যে রকম করে আমরা windows সেটআপ দিবার সময় পেন-ড্রাইভ সিলেক্ট করে দেই
3.installation procdure ফলো করুন।
4.Booting process শেষ হবার পরে আপনি লগইন করতে পারবেন পাসওয়ার্ড ছাড়া।
5.জাস্ট ক্লিক "Enter "
Enjoy. :-) 😛
#Pen drive রিমুভ করে কম্পিউটার রিস্টার্ট দিন,কম্পিউটার আবার নরমাল হয়ে যাবে।

DOWNLOAD HERE ALTERNATIVE LINK

ভিডিও দেখুন কিভাবে করবেন।ফলো ভিডিও guide.

নতুন অফার গ্রামীণফোনে ২Mbps স্পিডে 1GB ইন্টারনেট নিয়ে নিন মাত্র ১০টাকায়


আসা করি সবাই ভালো আছেন।টাইটেল দেখেই বুজে গেছেন আমি কি বলতে চাচ্ছি।গ্রামীণফোন দিচ্ছে ১০ টাকায় ২ এমবিপিএস স্পীডে ১ জিবি ইন্টারনেট মাত্র ১০ টাকায়।এটি কোনো স্পেশিয়াল গ্রাহক অফার না।তবে সর্ত ছাড়া এখন কিছু পাওয়া যায় না।ভাই কিছু মনে করবেন না আপনারা নিজেরাই সর্ত গুলো সাইট থেকে দেখে নিনঃ

1 জিবি ইন্টারনেট শর্তাবলী

নিচের শর্ত অনুযায়ী কাজ করুনঃ

১। প্রথমে *৫০০০*৯# Dial করে দেখুন অফারটি আপনার জন্য আছে কিনা।

২। যদি ১০ টাকায় ১ GB অফারটি থাকে তাহলে *৫০০*৯১# Dial করে কিনতে পারবেন।

৩। এবার যত খুশি ১ GB নিন। আমি ১০ বার নিসি।

৪। wow box দিতে gb র মেয়াদ বাড়িয়ে নিন।
ভাল থাকবেন।কোন ভুল হলে মাফ করবেন। আল্লাহ হাফেজ।

Sunday, August 23, 2015

কন্ঠ পরিবর্তন করে ফোন করুন আপনার বন্ধুকে। নিয়ে নিন ছোট একটি Android Software


কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।

আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এন্ড্রয়েড এপ শেয়ার করব। এই এপটি একটি মজার এপ। এই এপের সাহায্যে আপনি আপনার বন্ধুকে কন্ঠ পরিবর্তন করে ফোন করে চমকে দিতে পারবেন। এই এপের সাহায্যে কল করার সময় কন্ঠ পরিবর্তন করা যায়। তাহলে আপনার হয়ত বুঝতে বাকি নেই এটা কি ধরণের এপ। আপনার প্রয়োজন হলে নিতে পারেন।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Call Voice Changer.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Call Voice Changer free

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

Saturday, August 15, 2015

আপনার জাতীয় পরিচয়পত্র হারালে, ভুল থাকলে অথবা নতুন করতে গেলে কি করবেন??? টিউনটি অবশ্যই দেখবেন।

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?
এছাড়াও অনেককেই জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে ভোগান্তি পোহাতে হয়। আবার যারা নতুন পরিচয়পত্র করতে চান তারাও এ বিষয়ে অনেকে অজ্ঞ। কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয় জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করলে আশা করি সবাই উপকার পাবেন।

পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ এবং ঠিকানা সংশোধন কিংবা বদল করতে হতে পারে। এ জন্য প্রার্থীকে সাদা কাগজে ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প’- এর পরিচালকেরকাছে আবেদন করতে হবে। এই আবেদন আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প কার্যালয়ে পাওয়া ছক বা ফরমেও করা যায়।

ফরম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দেওয়ার পর সেখান থেকে প্রাপ্তি স্বীকারপত্র (প্রাপ্তি নম্বরসংবলিত) দেওয়া হয়। এতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ উল্লেখ থাকবে। এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে।

নাম সংশোধনঃ কেউ পরিচয়পত্রে থাকা নিজের নাম, পিতা, স্বামী কিংবা মাতার নাম সংশোধন করতে চাইলে তাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-

১। এসএসসি বা সমমান সনদ
২। নাগরিকত্ব সনদ
৩। জন্মনিবন্ধন সনদ
৪। চাকরির প্রমাণপত্র
৫। পাসপোর্ট
৬। নিকাহনামা
৭। পিতা, স্বামী কিংবা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই সত্যায়িত হতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ করা নথির যার যেটি আছে, শুধু সেটি দিলেই চলবে। যেমন, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম, তাকে এসএসসি বা সমমানের সনদের ফটোকপি জমা দিতে হবে না। আবার কেউ যদি চাকরি না করেন, তাকে চাকরির প্রমাণপত্র দিতে হবে না। আবার
পাসপোর্ট না থাকলে তা দেয়ার দরকার নেই।

নাম পরিবর্তনঃ
জাতীয় পরিচয়পত্রে নিজের নাম বদল করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি (শিক্ষাগত যোগ্যতা এর নিচে হলে দেয়ার দরকার নেই), বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত নাম পরিবর্তনসংক্রান্ত বিজ্ঞাপনের কপি। নাম পরিবর্তনের জন্য প্রার্থীকে শুনানির দিন প্রকল্পের কার্যালয়ে কাগজপত্রের মূল কপিসহ হাজির হতে হবে।

স্বামীর নাম সংযোজন বা বাদ দেওয়াঃ
বিয়ের পর কেউ জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম যুক্ত করতে চাইলে তাকে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আর বিবাহবিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে
আবেদনকারীকে তালাকনামার সত্যায়িত কপি জমা দিতে হবে।

পিতা বা মাতার নাম পরিবর্তনঃ
পিতা বা মাতার নাম পরিবর্তন করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমান
পরীক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড। পিতা বা মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা বা মাতা বা উভয়ে মৃত হলে দিতে হবে ভাই বা বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা-মাতার নাম পরিবর্তনের ক্ষেত্রে
সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারেন।

জন্মতারিখ সংশোধনঃ
যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের, তাদের আবেদনপত্রের সঙ্গে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হতে পারে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের কম, তাদের জন্মতারিখ সংশোধনের জন্য আবেদনপত্রের সঙ্গে
জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগের তারিখে পাওয়া সার্ভিস বুক বা এমপিওর কপি, ড্রাইভিং
লাইসেন্স, জন্ম সদন, নিকাহনামা, পাসপোর্টের কপি প্রভৃতি। এ ক্ষেত্রে প্রকল্প কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা
বা প্রকল্প পরিচালক আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে থাকেন। এ ছাড়া দরকার হলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয়।

ঠিকানা সংশোধনঃ
জাতীয় পরিচয়পত্রে থাকা বর্তমান
ঠিকানা ও ভোটার এলাকা বদল করার
সুযোগ আছে। তবে সারা বছর সেই সুযোগ
মেলে না। এটা শুধু ভোটার তালিকা
হালনাগাদ করার সময় করা যাবে।
বর্তমানে হালনাগাদ করার কাজটি করা
হয় শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।
সারা বছর ভোটার এলাকা বদলের সুযোগ
থাকে না কেন, জানতে চাইলে প্রকল্পের
কমিউনিকেশন অফিসার দেবাশীষ কুণ্ডু
বলেন, ‘আমাদের দেশে ইউনিয়ন পরিষদ,
পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন ও
জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে
হয়। দেখা যায়, একই বছর একাধিক
নির্বাচন হয়। একই বছরে কেউ যাতে
ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি
করপোরেশন নির্বাচনে ভোট দিতে না
পারেন, তাই সারা বছর ভোটার এলাকা
বদলের সুযোগ দেওয়া হয় না।’ হালনাগাদ
করার সময় ভোটার এলাকা বদল করতে হলে
নতুন ঠিকানার উপজেলা বা থানা
নির্বাচন অফিস থেকে দেওয়া ফরম-১৩
অথবা ফরম-১৪ পূরণ করে উপজেলা বা
থানা নির্বাচন অফিসে আবেদন করতে
হবে। তবে ঠিকানা পরিবর্তন না করে
সংশোধন (বানান, বাড়ির নম্বর, সড়ক নম্বর
ভুল থাকলে) করার সুযোগ ঢাকার প্রকল্প
কার্যালয়ে রয়েছে।এ ছাড়া স্থায়ী
ঠিকানা পরিবর্তন বা এর কোনো তথ্য
সংশোধনেরও সুযোগ আছে। ঠিকানার
ছোটখাটো ভুল সংশোধন বা স্থায়ী
ঠিকানা পরিবর্তনের সুযোগ সারা বছরই
থাকে। এ জন্য আবেদনপত্রের সঙ্গে
প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে
জমা দিতে হবে পরিবারের কোনো
সদস্যের পরিচয়পত্রের কপি, গ্যাস, বিদ্যুৎ,
টেলিফোন বিলের যেকোনো একটির
কপি বা কর দেওয়ার কপি। আরও জমা
দিতে হবে চেয়ারম্যান বা ওয়ার্ড
কাউন্সিলরের প্রত্যয়নপত্র। স্থায়ী
ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ওই
ঠিকানায় নিজের নামে বা পিতা বা
মাতার নামে থাকা জমি বা ফ্ল্যাটের
দলিলের সত্যায়িত ফটোকপিও জমা
দিতে হবে।

হালনাগাদ কর্মসূচির পরিচয়পত্র সংশোধনঃ
২০০৯ সালে হালনাগাদ কর্মসূচির সময় যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে তাদের ২০১০ সালের ডিসেম্বরের পর প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
Best Java, Android Games, Apps

পরিচয়পত্র হারিয়ে গেলেঃ
পরিচয়পত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর বা আইডি নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডির মূল কপিসহ প্রকল্প কার্যালয় থেকে নেওয়া ছকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়।

নতুন জাতীয় পরিচয়পত্র পেতে হলেঃ
বাংলাদেশে কারও বয়স ১৮ বছর হলেই
কেবল তিনি ভোটার তালিকায় নাম
ওঠাতে পারবেন। দেশের প্রতিটি
উপজেলায় সার্ভার স্টেশন তৈরির
প্রক্রিয়া চলছে। এসব স্টেশনে ভোটার
তালিকা তৈরি ও বিতরণের কাজ করা
হবে। এগুলোয় কার্যক্রম শুরু হলে যখন যার
বয়স ১৮ বছর হবে, তখন তিনি ভোটার
তালিকায় নাম ওঠাতে পারবেন। এখন ১৮
বছর পূর্ণ হওয়া মাত্রই জাতীয় পরিচয়পত্র
তৈরির সুযোগ থাকছে তাদেরই, যাদের
চিকিৎসা, পড়াশোনা বা কাজের জন্য
বিদেশে যেতে হবে। এ জাতীয় কোনো
প্রয়োজনীয়তার প্রমাণ দেখাতে হবে।


যোগাযোগঃ
ভোটার তালিকাসংক্রান্ত বিস্তারিত
তথ্য জানতে হলে যোগাযোগ করতে হবে
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং
জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা
প্রদান প্রকল্পের আগারগাঁওয়ের ইসলামিক
ফাউন্ডেশন ভবনের সপ্তম তলার
কার্যালয়ে।


মোবাইল নাম্বার Track করুন খুব সহজে। নিয়ে নিন ছোট একটি Android Software। এবার Track হবেই।

কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।
Best Java, Android Games, Apps

আমি আপনাদের আজ এমন একটি উপহার দেব যার সাহায্য নিয়ে আপনি ট্রাক করতে পারবেন যে কারো মোবাইল নাম্বার। তবে আপনাকে একটু কষ্ট করতে হবে। আজ আমি আপনাদের যে এপটি উপহার দেব সেটা কুনো ট্রাকিং এপ না। এটা একটি গাইডলাইন। কিভাবে আপনি কুনো মোবাইল নাম্বার ট্রাক করবেন তা ধাপে ধাপে দেওয়া আছে। আমার বিশ্বাস আপনি এই গাইডলাইন দিয়ে সফল হতে পারবেন। তাহলে আপনি বুঝতেই পারছেন এটা কি ধরনের এপ।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Track a Mobile Number.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Click Here to Download
আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

মোবাইল চুরি হয়ে গেলেও সেইভ করা নাম্মার হারানোর ভয় নেই আর।জানুন আপনার মোবাইল এখন কোথায়,কোন লোকেশন এ অবস্থান করছে।


গুরত্বপূর্ন সব নাম্বার সেইভ করা রয়েছে মোবাইলে? ভূলে মোবাইল বাসায় রেখে আসছেন?,এখন সেইভ করা জরুরী নাম্বাগুলি দেখার প্রয়োজন পড়েছে?হারিয়ে যাওযা মোবাইলের লোকেশন জানতে চান?তাহলে এই টিউনটি আপনার জন্যই।

সর্বপ্রথম সবাই আমার সালাম গ্রহন করুন,আসসালামু আলাইকুম।প্রথমে টিকটিউনস কে ধন্যবাদ যার কারনে আমি এখানে কিছু শিখতে এসে আপনাদেরকে শিখাতে পারছি।আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমি জানি আমার পূর্ববতী টিউনগুলো দেখার পর অনেকেই দীর্ঘ প্রতিক্ষায় রয়েছেন আমার পরবর্তী টিউন দেখার জন্য।অনেকেই ফেইসবুক আমাকে ধন্যাবাদ দিয়েছেন।আমি সত্যিই আপনাদের ভালবাসার পাত্র হতে পেরে কৃতঞ্জ। কথা বাড়াব না আর।সরাসরি প্রসঙ্গে চলে যাচ্ছি-মোবাইলে সাধারানত আমরা প্রয়োজনীয় ব্যক্তিবর্গের নাম্বার সমূহ সেইভ করে রাখি।কিন্তু বিভিন্ন কারনে সেই নাম্বার যদি হারিয়ে যায় তাহলে সত্যিই খুব কষ্ট পেতে হয় এবং বিভিন্ন অসুবিদার সৃষ্টি হয় তাই না?।আজ আমি আপনাদের দেখাব কিভাবে সেইভ করা নাম্বার সমূহ অনলাইন সাভারে রাখা হয়। এবং পরিবতীর্তে তা ডাউনলোড করা হয়।আর এগুলো যেই মোবাইল apps এর মাধ্যমে করা হয়।তার নাম-NetQin Contacts Sync
নিন্মে এই সফটওয়্যারের সুবিধাসমূহ আলোচনা করা হলঃ-

১.মোবাইলের সেইভ করা সকল নাম্বারগুলো ছবি সহ অনলাইন ডাটাবেজে সেইভ হবে।

২.যে কোন ব্রাউজার থেকে user ID এবং password দিয়ে সেইভ করা নাম্বারগুলি দেখা যাবে।

৩.অটো Backup নিয়ে নিবে।এবং খুব অল্প পরিমান ইন্টারনেট খরচ হবে।সবোচ্চ 1Kb পযর্ন্ত।

৪.যে কোন সময়,যেকোন মোবাইল থেকে Contracts গুলো restore and download করা যাবে।

৫.অনলাইনে বসে মোবাইলের অবস্থান জানা যাবে।এবং তা locked করে দেওযা যাবে।

৬.সব সেবা সমূহ সম্পূর্ন ফ্রি।

৭.আপনার password ব্যাতিত অন্যকেউ আপনার সেইভ করা ডাটা দেখতে পারবে না।

সুতরাং এখন বুঝতেই পারছেন যে এর উপকারিতা কতটুকু। এখন সরাসরি কাজের ধাপের দিকে চলে যাচ্ছি,খেয়াল করে লক্ষ্য করুন-



১. প্রথমে আপনাকে আপনার মোবাইলে play store এ গিয়ে সাচ বাটনটিতে ক্লিক করে লেখতে হবে NetQin Contacts Sync যা নিচের চিত্রে দেওযা আছে-

২.যদি google play store Install করা না থাকে আপনার ট্যাব বা মোবাইটিতে তাহলে এখানে ক্লিক করে এই সফটও্যারের ‍.apk file, এখনি ডাউনলোড করে নিন- Download

৩.যদি আপনার সিম্বিয়ান ফোন হয় তাহলে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন- Download
৪.Iphone এর জন্য-Download
এখন ➡ ➡ ➡ ➡

৫.সফটও্যারটি ডাউনলোড হওয়ার পর Install করে তাপর ওপেন করলে এমন একটি screen আসবে।
এখান থেকে(backup contracts) আপনার সকল নাম্বার সমূহ অনলাইন সাভারে সংরক্ষিত করে রাখতে পারবেন।

➡ আপনার ইমেইল এড্যাস প্রদান করুন এবং আপনার ইচ্ছা অনুয়ায়ী একটি পাসওয়াড প্রদান করুন। 💡



৪.যে কোন Android ফোন,Iphone,Nokia Phone, এ আপনি আপনার সেইভ করা কন্টাকস গুলো রিস্টোর করে দেখতে পারবেন। নিন্মে যেভাবে দেখানো হল সেভাবে। ➡ Restore Contacts

৫.এখন যে কোন জায়গা থেকে এই ওয়েব সাইটে ➡ http://inetqin.com আপনার ইমেইল এবং পাসওযার্ড দিয়ে সেইভ করা নাম্বার সমূহ দেখতে পারবেন।
৬.লোকেশন সেট করতে পারবেন।এতে করে চুরি হয়ে গেলেও আপনি চোর এর অবস্থান ট্রাক করতে পারবেন।এবং মোবাইলটি আপনার ভাগ্যে থাকলে পুনঃউদ্ধার করতে পারবেন। 😀 😀 এজন্য,অবশ্যই মোবাইলটিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
সুতরাং উপরের screen shot থেকে আমরা বুঝতে পারলাম যে এই সফটও্যারটি সত্যিই অনেক গুরত্বপূর্ন।আর এটি সম্পূর্ন একটি ফ্রি সফটও্যার।আশা করি বোঝাতে সক্ষম হয়েছি।টাইপিং জনিত কারনে অনিচ্ছাকৃত ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর হ্যা যদি আপনার কাছে সামন্যতম গুরত্বপূর্ন মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।

➡ উপকৃত হলে আমাকে কিন্তু ধণ্যবাদ জানাতে ভূলবেন না।
Best Java, Android Games, Apps

রবি দিচ্ছে ৭৪৬ টাকা রিচার্জে এক মাসের আনলিমিটেড ৩জি + ৬০০ মিনিট + বোনাস সাইট

বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানী রবি দিচ্ছে দারুন অফার। মাত্র ৭৪৬ টাকা রিচার্জেই পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট।

তবে এখানে শর্ত থাকে যে, মাত্র ৩জিবি পাবেন রেগুলা স্পিড এ।অর্থাৎ, ৩ জিবি নেট পাবেন রেগুলার ৫১২ কেবিপিএস থেকে ১ এম্বিপিএস স্পীড এ। পরবর্তী ১০জিবি ইন্টারনেট পাবেন ২৫৬ কেবিপিএস স্পীড এ এবং পরবর্তী ব্যাবহৃত ডাটা পাবেন ১২৮ কেবিপিএস স্পীড এ। খুব মন্দ না অফারটা। কারন, নেটের যা দাম, তা তো ভাবাই দায়। এই প্যাকেজ টা হবে আর কি দুধের সাধ ঘোলে মেটানোর মতো অবস্থা।

সঙ্গে থাকছে বোনাস হিসেবে ৩০০ মিনিট অননেট এবং ৩০০ মিনিট অফনেট টকটাইম। তাই আলাদা আর কথা বলার জন্য বিল খুব একটা গুনতে হবে না, আশা করি।
কোনো কোড লিখে মেসেজ দিতে হবে না। সরাসরি রিচার্জ করলেই হবে।
অফারগুলোর মেয়াদ একমাস।
Best Java, Android Games, Apps



Wednesday, July 1, 2015

আপনার girl friend এর মোবাইল কল হিস্টরী দেখুন অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে শুুধু মাত্র বাংলালিংক ইউজার।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। টিটি তে এটা আমার ৩য় টিউন। আগেই বলে রাখি ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে ৩য় টিউন একটা ভাল টিউন করব। সত্য কথা বলতে আমি টেকটিউনস কে ভালবাসি, আমি সবচেয়ে বেশি খুশি যে টেকটিউনসে রেজিষ্টেশন খুলে দেয়া হয়েছে। যাই হোক অনেক বক বক করলাম, কাজের কথায় আসি।

আপনারা হয়ত প্রথমে দেখে বুঝতে পেরেছেন যে, অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে কল হিস্টরী চেক করা যাবে। তো আমরা দেখে নেব যে এই এ্যাপস থেকে আমরা কিকি সুভিধা পাব।

এই এ্যাপস দিয়ে আপনি কল হিস্টরী দেখতে পারবেন।
এই এ্যাপস দিয়ে আপনি এস এম এস হিস্টরী দেখতে পারবেন।
এই এ্যাপস দিয়েআপনি কল চার্জ হিস্টরী দেখতে পারবেন।
এই এ্যাপস দিয়ে আপনি ইন্টারনেট হিস্টরী দেখতে পারবেন।
এই এ্যাপস দিয়ে আপনি রিচার্জ হিস্টরী দেখতে পারবেন।
এই এ্যাপস দিয়ে আপনি আপনার এফ এন এফ সরাসরি পরিবর্তন ডিলিট এবং এ্যাড করতে পারবেন।

আরো অনেক ভাল ভাল ফিচার রয়েছে, যাই হোক প্রথমে নিচে থেকে My Banglalink এ্যাপস টা ডাউনলোড করে নিন।





Download Here
আমি মনে করি আপনাদের ডাউনলোড করা হয়ে গেছে। এই বার আপনি যে নাম্বার চেক করবেন সেই নাম্বার এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REG এবং পাঠিয়ে দিন 9876 নাম্বারে। কিছুখন পরে দেখতে পাবেন 9876 থেকে একটা Password এসেছে। এবার My Banglalink এ্যাপস টা ওপেন করুন, এবার আমি আপনা দের জন্য Screen Short তৈরী করে রেখেছি নিচে দেখুন।
প্রথমে আপনার কাক্খিত মোবাইল নাম্বর আর Password টি দিন, আর যদি Girl friend এর নাম্বার হয় তাহলে যে ভাবে হোক ভুগল পড়িয়ে Password টি নিয়ে নিন। এবার লগইন এ ক্লিক করুন।
এবার আপনার নাম্বারটি যদি রেজিষ্টেন না করা থাকে তাহলে এর কম ভাবে রেজিষ্টেন করে নিন। তার পর সাবমিট এ ক্লিক করুন।
তার পর My Banglalink এ ক্লিক করুন।
তার পর My connection এ ক্লিক করুন।
তার পর Call History তে ক্লিক করুন। দেখবেন একটা Password চাবে আপনি যখন লগইন যে Password দিয়ে করেছিলেন সেই Password টা দিন। নিচে দেখে নিন।
এবার দেখুন মজা আপনি কল হিস্টরী দেখতে পাচ্ছেন। এবং লাস্ট ৩০ টা Incoming এবং Outgoing কল হিস্টরী।
দেখুন নিচে
এবার দেখুন এস এম হিস্টরী
এবার দেখুন এফ এন এফ সংক্রান্ত তথ্য।
আমি আশা করি আপনারা সবাই পারবেন, অনেক কষ্ট করলাম আপনাদের জন্য, বাংলা লিখতে তো আর কষ্ট, যাই হোক আপনাদের যদি উপকারে আসে তাহলে কমেন্টে জানাবেন।



বিদ্র: যাদের সিম রেজিষ্টেন করা আছে তারা মেসেজ পাঠিয়ে Password পাবেন না। আমি তাদের জন্য আর একটা ব্যাবস্তা রেখেছি।

তারা My Banglalink এ্র্যাপসটা ত্তপেন করে Forgot Password এ ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বর টি দিন, তার পর লাষ্ট রিচার্জ এমাউন্ট দিন, প্রথম এফ এন এফ এবং ২য় এফ এন এফ দিন এবার By Sms এ ক্লিক করুন। এবার Get Password এ ক্লিক করুন। এবার আপনি আপনার Password নতুন করে সাজিয়ে নিন।
Download From Here
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আর ভাল ভাল টিউন নিয়ে হাজির হতে পারি।ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই র্পযন্তই। দেখা হবে আগামী টিউনে।সে র্পযন্ত আপনারা ভাল থাকবেন,সুস্থথাকবেন এই শুভ প্রত্যাশা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।

Tuesday, June 30, 2015

ইন্টারনেট ছাড়া অফলাইনে যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করুন গুগল ক্রোম দিয়ে- :-)

অনেক সময় এমন হয় হটাৎ করে কোন প্রয়োজনীয় খবর বা ওয়েবসাইট ব্রাউজ করার সময় হুট করে নেট কানেকশন চলে যায়, কেমন লাগে তখন?

আর এই ধরনের সমস্যার সবথেকে বেশী সম্মুখীন তারা যারা আমার মতো ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন।

ব্রডব্যান্ড ইন্টারনেট এর সবচেয়ে বড় সমস্যা হলো হঠাত করেই বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ এ নেট থাকেনা।আর নেট ছাড়া কম্পিউটার হয়ে উঠে বোরিং জিনিস।আর তখনি গুগল ক্রোম ব্যবহার করে ইন্টারনেট কানেশন না থাকা সত্ত্বেও যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন। শর্ত প্রযোজ্য***:-p

(এটি শুধুমাত্র আপনার ব্রাউজারের সেভ থাকা ক্যাশকুকি থেকে পেইজ লোড করবে)

১। শুরুতে আপনার গুগল ক্রোম ব্রাউজার চালু করে সার্চ বারে chrome://flags/ টাইপ করুন।
২। এবার ctrl+F প্রেস করে ফাইন্ড বারে “Enable Offline” টাইপ করুন।
৩। এবার ছবিতে দেখানো মতো অপশনটি চালু (Enable) করুন।
৪। কাজ শেষ, এবার আপনার ব্রাউজার রিস্টার্ট নিতে চাইবে এবং সেটি করুন। এবার রিস্টার্ট নেবার পর থেকে অফলাইনে আপনি যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।
কিছু কথাঃ অনেকের ক্ষেত্রে টিপসটি সাথে সাথে কাজ করবে না কারন আপনি সি’ক্লিনার নামের একটি সফটওয়্যার ব্যবহার করে আপনার পিসির সব ক্যাশকুকি ডিলিট করে দিয়েছেন।

আর যেহেতু ক্রোম আপনার ইন্টারনেট ক্যাশকুকি ব্যবহার করেই অফলাইনে ওয়েবসার্ফ করার সুবিধা দিবে সেহেতু এখনি এটি হবেনা।

বেটার হয়, বাউজারের ক্যাশকুকি ডিলিট করা বন্ধ করুন তারপর চেষ্টা করুন। তবে অনেকের ক্ষেত্রে ব্রাউজার করেকবার রিস্টার্ট দিলে তারপর কাজ করবে।

আমার টিউন পরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে এর ভিডিও দেখেও করতে পারেন।
Click Here To Watch

Click Here To Download



ফেইসবুকের ফটো ভেরিফিকেশন খুলুন খুব সহজেই।

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন।অনেক দিন ধরে ভাবছি একটি টিউন করবো, কিন্তু সময় পাচ্ছিলাম না।আজ হাতে সময় নিয়ে টিউন করতে বসলাম।শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি ব্যাপার নিয়ে টিউন করবো।তাহলে কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।

আপনার যা যা লাগবেঃ-

১. এন্ড্রোয়েড ফোন

২. ইন্টারনেট কানেকশন

৩. একটি এপ্স লাগবে, যার নাম One Click Vpn.

আপনি সর্বপ্রথম One Click Vpn এপ্সটি ডাউনলোড করুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন



, ডাউনলোড করা শেষ হলে তারপর এপ্সটি চালু করুন। তারপর জাপানের একটি আইপি কানেক্ট করুন।কানেক্ট হলে এই রকম দেখাবে "Connected, enjoy!". তারপর অপেরা মিনিতে ঢুকে এই ওয়েবসাইটটি লিখুন http://m.facebook.com. তারপর আপনি আপনার ভেরিফিকেশন হওয়া আইডি লগ ইন করুন। তারপর নাম্বার সিলেক্ট করার জন্য কান্ট্রি লিস্ট এ গিয়ে "Bangladesh" সিলেক্ট করুন।তারপর আপনার নাম্বার চাইবে, আপনি আপনার ফোন নাম্বারটি দিন। যে ফোন নাম্বারটি দিবেন, তাতে একটি ভেরিফিকেশন কোড আসবে।কোড আসলে সেটা কোডের জায়গায় বসিয়ে দিন।তারপর "Confirm" এ ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ। ইচ্ছে নাম্বারের পরিবর্তে সেটা মেইল দিয়ে ভেরিফিকেশন করতে পারেন।সে অপশনটা মোবাইল নাম্বার দেওয়ার নিচেই মেইল দেবার অপশন রয়েছে।

অনেক কষ্ট করে টাইম নিয়ে এই পোস্টটি টিউন করলাম।আমি ক্লাস নাইনে পড়ি, সায়েন্স নিছি, তাই সবসময় পড়াশোনার উপর থাকতে হয়।তাই আজকে হাতে সময় নিয়ে এই পোস্টটি টিউন করলাম।

দয়া করে কেউ এই পোস্টটি কপি করবেন না। যদি করেন, তাহলে দয়া করে আমার ক্রেডিট টি দিয়ে দিবেন।

কারো যদি আমার টিউনটি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।

Get Your Facebook Id !!!

ভালো থাকবেন সবাই।

Sunday, June 28, 2015

বহুকাঙ্খিত HSC ভর্তি 2015 রেজাল্ট দেখুন কেনো ঝামেলা ছাড়া ১ ক্লিকে

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। প্রচন্ড গরম থেকে আল্লাহ পাক আমাদের উদ্ধার করে রোযার শুরু থেকে আজকের ‍দিন পর্যন্ত এক শীতল পরিবেশের সৃষ্টি করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি ) ফল 2015 প্রকাশিত হয়েছিল । এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি ) ও সমমানের পরীক্ষার ফলাফল গত বছরের চেয়ে 4.3 শতাংশ কম যা 87,04 প্রতি , সামগ্রিক পাসের হার শনিবার সকালে প্রকাশিত হয়েছে। 1.282.618 জন ছাত্রীকে সেসময় এই বছর পরীক্ষায় উত্তীর্ণ। তন্মধ্যে কোন কোনটি 111.901 ছাত্র জিপিএ -5 পেয়েছে. কিছু 5.095 প্রতিষ্ঠান শতভাগ সাফল্য দেখিয়েছেন । সাধারণ বোর্ড মধ্যে , রাজশাহী বোর্ড 94,07 শতাংশ সাফল্যের সঙ্গে পাস শতাংশ তালিকার শীর্ষে রয়েছে।
বহু প্রতীক্ষার পর আজ HSC ভর্তি 2015 রেজাল্ট পাওয়া যাচ্ছে ।
তিন দফা পেছানোর পর আজ থেকে পাওয়া যাচ্ছে। HSC ভর্তি 2015 রেজাল্ট এর প্রথম মেধা তালিকা পাওয়া যাচ্ছে। গত কাল রাত 11 টা 30 মিনিট থেকে রেজাল্ট পাওয়ার কথা ছিল। বোর্ড অবেশেষে HSC ভর্তি 2015 রেজাল্ট প্রকাশ করতে পারলো। ফলে 11 লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হলো। শিক্ষার্থীরা চিন্তিত ছিল কখন রেজাল্ট প্রকাশ হবে তাদের পছন্দের কলেজে তারা মনোনীত হতে পেরেছে কি না। শিক্ষার্থীর পাশা পাশি অভিভাবকরাও চিন্তিত ছিলেন যে কবে রেজাল্ট প্রকশ হবে। কবে তাদের সন্তানকে তাদের পছন্দের কলেজে ভর্তি করাতে পারবে।

এস. এম. এস মাধ্যমে জানিয়ে দেয়া হবে
নিচের ঠিকানায় গিয়েও জানা যাবে
HSC ADMISSION RESULT Link 1
or
HSC ADMISSION RESULT Link 2

Saturday, June 27, 2015

Ding-tone হ্যাক ‍and get U.S.A নাম্বার

Ding-tone হ্যাক

রমযান মাস সবাই রোজা রাখছেন তো? বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক।

আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।পরীক্ষার ব্যস্ততার কারনে আপনাদের সাথে সময় দিতে পারি না।পরীক্ষার বিরতিতে এখন ব্যস্ততা কম থাকায় আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি সফ্টওয়্যার।যার মাধ্যমে পৃথিবীর যে কোন নাম্বারে কথা বলতে পারবেন একদম ফ্রিতে।আর কথা বাড়াবনা এখন কাজের কথায় আসি।

এই সফ্টওয়্যার দিয়ে আপনি যে কোন নাম্বারে কথা বলতে পারবেন তার একাউন্ট ছাড়াই। আমি আপনাদের দেখাব কিভাবে Ding-tone এর ক্রেডিট হ্যাক করতে হয়।

Ding-tone এ U.S.A নাম্বার পেতে 720 ক্রেডিট লাগে যা পেতে অনেক সময় লাগে এবং ক্রেডিট missing হয়।

U.S.A নাম্বার অনেকের দরকার যেমন PAYPAL এক্টিভেট করতে। এবং বহিরে কথা বলার জন্য।

তাই আমরা একটু চালাকি করব যাতে খুব অল্প সময়ে অনেক CREDIT আয় করতে পারি।

নিচের ভিডিও মনোযোগ দিয়ে দেখুন।

ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
সফ্টওয়্যারটি কিভাবে সেটিং করবেন দেখেনিন
প্রথমে Country সিলেক্ট করুন।তারপর নাম্বারটি বসান।এরপর উপরের ডান দিকের Continue চাপুন।

তারপর আপনার ফোনে একটি মেসেজ আসবে।মেসেজের কোডটি দ্বারা একাউন্ট ভেরিফাই করুন।

তারপর আপনা সঠিক নামটি লিখুন।(বিঃদ্রঃনামটি লিখতে কোন Space ব্যবহার করা যাবে না।)

এখন আপনার একাউন্ট হয়েছে।এখন দেখুন আপনার ফোনে এই পেজটি আসবে।

পেজটি দেখার পর আপনাকে যা করতে হবে।
ফোনটিতে ডানদিক থেকে বামদিকে পাঁচটি পেজ অতিক্রম করুন।

এখন দেখুন আপনার ফোনে এই স্ক্রিনসট এর মত পেজ আসবে। এটা দেখে আপনি (Start Using Dingtone) এ চাপুন।

তারপর উপরের বামদিক থেকে Country code সিলেক্ট করে নাম্বার তুলে কল করে সবাইকে চমকেদিন।

আজ এই পর্যন্তই।ভালো থাকুন। আবার দেখাহবে নতুন কোন টিউন নিয়ে।

আজ এই পর্যন্তই।ভালো থাকুন। আবার দেখাহবে নতুন কোন টিউন নিয়ে।

থ্রিজি এরিয়াতে থাকা সত্ত্বেও আপনার ফোনে থ্রিজি কানেক্ট হচ্ছে না। এই নিন সমাধান।

আসসালামুআলাইকুম ! সবাই কেমন আছেন ? নিশ্চয়ই ভালো। সর্ববৃহৎ বাংলা ব্লগের সাথে থাকলে ভালো থাকারই কথা।
প্রথমেই জেনে নেই


WCDMA ও HSPA এর মধ্যে পার্থক্য কী?

WCDMA ও HSPA উভয়ই দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি। তবে HSPA হলো WCDMA এর পরবর্তী প্রজন্ম।
WCDMA এমন একটি 3G টেকনোলজি যেটা শুধুমাত্র কম 3G স্পিড সাপোর্ট করে যা ভাল কাভারেজ এলাকায় সর্বোচ্চ ৩৮৪ Kbps। WCDMA বেশ খারাপ 3G এক্সপেরিয়েন্স দেয় HSPA ডিভাইস এর 3G এক্সপেরিয়েন্সের তুলনায়।
আমরা গ্রাহকদেরকে পরামর্শ দিচ্ছি সেরা 3G এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য তারা যেন HSPA- তে তাদের ডিভাইস আপগ্রেড করেন।
WCDMA সর্বোচ্চ ৩৮৪ kbps স্পীড দিতে সক্ষম। অপরপক্ষে, HSPA ২১.১ mbps (থিওরেটিকাল) স্পিডি দিতে সক্ষম।

আজ আমি আলোচনা করবো মোবাইলের থ্রিজি কানেক্টিভিটি নিয়ে। অনেকেই আছেন থ্রিজি এরিয়ায় আছেন কিন্তু থ্রিজি কানেক্ট করতে পারেন না। অথবা থ্রিজি কানেক্ট হলেও H+ অথবা 3G লেখাটা আসে না। তাই তাদের জন্য সমাধান হলঃ প্রথমে আপনার এন্ড্রয়েডফোনের Settings>Mobile Networks> 3G service> Network Mode এ যান। এখানে এ দুটো অপশন দেখতে পাবেন। যেমনঃ GSM/WSMA (auto mode) WCDMA only এখন WCDMA only টা সিলেক্ট করুন। ব্যাস হয়ে গেল, এখন দেখুন আপনার ফোনে H+ অথবা 3G লেখাটা আসছে। ধন্যবাদ আমার এই ছোট টিউনের সাথে যুক্ত হোয়ার জন্য। আবার ভালো কিছু নিয়ে হাজির হবো।

Want to get 3g speed all time ???

Wednesday, June 24, 2015

আর গোপন থাকবে না কথা..?আপনার ফোন থেকেই শুনে নিন অন্য ফোনে কে কি কথা বলছে

আসসালামুওয়ালাইকুম___ সবাই ভালো আছেন ? অনেক দিন পড়ে টেক লিখতে বসেছি। আজকে আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করবো হয়তো অনেকে পুর্বে জানতেও পারেন। শুধু যারা জানেনা তাদের জন্য এই টিপস।

আপনার কি সন্দেহ আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কিংবা অন্য কারো উপর। আপনি কি মনে করেন আপনার পরিচিত সেই ব্যক্তিটি আপনার অনুপস্হিতিতে অন্য কারো সাথে কথা বলে, যা আপনার কাম্য নয়। আপনি কি জানতে চান কি কথা বলে তাহলে এই অ্যাপস আপনার জন্যই। এই অ্যাপসটি যাকে আপনি সন্দেহ করেন, তার ফোনে ইন্সটল করে দিন ব্যাস আপনার কাজ শেষ। এখুন শুনুন সে কি কথা বলে অন্যদের সাথে।

যেভাবে কাজ করেঃ আপসটি প্রথমে ফোন এর সকল কল রেকর্ড করে তারপর আপনি রেকর্ড এর জন্যে অনুরোধ করলে আপসটি সকল রেকর্ড সার্ভারে আপলোড করে দেই।
আপসটি: Download Now
or
Download Now
সাবিধাঃ
অ্যাপসটির আইকন হাইড হয়ে থাকে।
খুব অল্প মেগাতে রেকর্ড করে প্রতি মিনিট ১০০ কেবি
রেকর্ড এর সময় কোন শব্দ করে না। তাই ব্যক্তিটি বুঝতেও পারবে না।
Error View This Picture - OurNet24.Ga
Error View This Picture - OurNet24.Ga

যেভাবে কাজ করাবেনঃ
প্রথমে অ্যাপসটি ফোনে ইন্সটল করে দিন। অ্যাপসটি ওপেন করে ইমেইল আইডি আর পিন দিয়ে রেজিস্টার করে দিন তারপর এসে আপনার পিন ও আইডি দিয়ে লগইন করে রেকর্ড শুনুন। ভালো থাকবেন। যে কোন সমস্যায় টিউমেন্ট করুন

যেভাবে কাজ করাবেনঃ
প্রথমে অ্যাপসটি ফোনে ইন্সটল করে দিন। অ্যাপসটি ওপেন করে ইমেইল আইডি আর পিন দিয়ে রেজিস্টার করে দিন তারপর এসে আপনার পিন ও আইডি দিয়ে লগইন করে রেকর্ড শুনুন। ভালো থাকবেন। যে কোন সমস্যায় টিউমেন্ট করুন

চরম একটা লাইভ ওয়াচ, আছে অনেক কাস্টমাইজ অপসন & হাজার রকমের কালার(প্লে স্টর দাম ২.৮৩) 53

আমার দেখা এন্ড্রয়েড এর সবচেয়ে ভাল এপ্স গুলর মধ্যে এটি একটি। চরম একটা এপ্স। সবাই নিজের ফোন এর হোম স্ক্রিন টা আকরষনীয় করে তুলতে চায়। সবাই চায় তার সেট এর গেট আপ অন্ন সবার চেয়ে আলাদা হোক। আর এর জন্য আমার সবচেয়ে প্রিয় এপ্স হল WatchMaker Premium Watch Face। সুপ্রিম লেভেল এর এক্টা এপ্স। এ জাবত যত গুল লাইভ ওয়ালপেপার, ওয়াচ দেখিছি এগুল WatchMaker Premium Watch Face এর ধারের কাছে জেতে পারবে না। অনেক অনেক রকমের কালার আর অনেক অনেক রকম ভাবে কাস্টমাইজ করতে পারবেন এ আপ্স টি। আছে মাল্টিপল টাইম জোন। আছে স্টপ ওয়াচ, ডে কাউন্ট করার সুবিধা আরো অনেক কিছু।
FEATURED:

• Animated GIFs - Add custom animations to your watch face!
• 3d Gyroscope - Create an amazing parallax effect!
• Interactive Watches - Create hotspots to launch watch or phone apps!
• Animations - Create bright / dim / tap animations with 45 tweening functions!
• Calendar - Choose which calendars to show!
• Weather / Moon Icons - Add in 1-click!
• Countdowns - Days until your birthday, Christmas, etc!
• Cool Text Effects - Add glow, outline, even flat shadow!
• 1-Click Widgets - Including battery (watch/phone) + WiFi widgets!
• OpengGL Shaders - Powerful rendering for watch segments, radar

• Tasker - Full tasker integration to set watchface, change variables, run tasks

• Compass - Add rotating compass or bearing

• Stopwatch - Why design a watch when you can build a stopwatch?!
• Multiple Time Zone - Set up to 3 custom time zones
• Series of hours / minutes Zooper style!
• Heart rate and step counter for fitness
• Programmable Watches make calculator, stopwatches, countdowns, anythink your like using in-built Lua programming engine!
• Time Machine - test your watch at any speed to see how it looks in the future!

এত পরিমান অপ্সন তারপরেউ বেটারি লাইফ থাকে ফুলফিল।
ডাউনলোড লিংকঃ
------------

Download Link 1

Download Link 2
বাস!!! ইন্সটল করুন আর এঞ্জয় করুন। জানুন, পরুন, সিখুন, অন্যকে সেখান। ভাল থাকবেন

এখন থেকে আপনার Android মোবাইলটি আপনি ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবেনা। নিয়ে নিন দারুণ একটি Android Software

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার মনটা তেমন বেশি ভালো না হলেও খারাপ না। আকাশ খারাপ, তাই ভাবলাম বাহিরে না গিয়ে ঘরে বসে কিছু লেখালেখি করি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।

আজ আমি আপনাদেরকে এমন একটি এন্ড্রয়েড এপ উপহার দিতে যাচ্ছি যার সাহায্যে মানে যেটা আপনার ফোনে থাকলে অন্য কেউ আপনার ফোন স্পর্শ করতে পারবেনা। আমি ব্যাপারটি আরো সহজ করে দিচ্ছি আর সেটা হলো আপনার ফোন অন্য কেউ ধরতেত পারবে কিন্তু ধরলেই আপনার দেয়া এলার্ম বেজে উঠবে সজোরে আর তখন আপনি টের পেয়ে যাবেন যে আপনার ফোন কেউ একজন ধরছে। তাহলে বুঝতেই পারছেন এটা কি ধরণের এপ। আমার মনে হয় এর চেয়ে বেশি আর বলতে হবে না।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name:Video to MP3.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download: Click Here to Download

কেমন হবে যদি আপনার ডাকে আপনার ট্যাব বা স্মার্ট ফোনটি সারা দেয় ??

কেউ আপনার ডাকে সারা দিক বা না দিক আপনার ডাকে সারা দিবে আপনার ট্যাব বা স্মার্ট ফোনটি। আসলে বর্তমান প্রযুক্তি খুব ধ্রুত উন্নতির লাভ করছে যার ফলে কিছু দিন পূর্বে যে কাজটাকে কল্পনায় চিন্তা করতে হতো তা আজ বাস্তবতায় পরিণত হয়েছে। আমাদের ব্ দৈন্দিন কাজে সবচেয়ে বেশি যে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করি তা হলো স্মার্ট ফোন। কাজের ব্যস্ততায় অনেক সময় আমরা আমাদের এই প্রয়োজনীয় ডিভাইসটা কোথায় রাখি তা অনেক সময় স্মরণ করতে পারিনা।তাই অনেকসময় প্রয়োজনীয় মুহূর্তে ট্যাব বা স্মার্ট ফোনটি খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়। হয়তো তখন অন্য কারো ফোন থেকে কল দিয়ে খুজতে হয়, যা করতে গিয়ে অনেক সময় বিব্রত কর পরিস্থিতে পরতে হয়। তাই এই সমস্যা সমধানের জন্য এই টিউনটি আপনাদের সামনে নিয়ে আসলাম। কথা না বারিয়ে কাজের কথায় আসি এই এপিকের মাধ্যমে আপনি আপনার ট্যাব বা স্মার্ট ফোনটি খুঁজে বের করতে পারবেন।সিস্টেম একটিভেট করে রাখলে মুখদিয়ে শিশ বাজালে ট্যাব বা স্মার্ট ফোনটি আপনার পছন্দের টোনে বেজে উঠবে।এপিকেটার অপশন আরবি ভাষায় তাই ব্যবহারে একটু সমস্যা হতে পারে।

Download Links :
-----------------
Download Link 1
Download link 2

Thursday, June 18, 2015

ল্যাপটপ কেনার আগে যে যে বিষয় খেয়াল রাখবেন। [এই টিউন পড়লে আপনি কখনই ল্যাপটপ কিনতে গিয়ে ঠগবেন না]

অনেক দিন ধরে ভাবছেন একটা
ল্যাপটপ কেনা দরকার। কিন্তু
কোন ব্রান্ড কিনবেন বা
কেনার সময় কী কী বিষয়
খেয়াল রাখতে হবে তা হয়তো
জানা নেই। তাই ল্যাপটপ কেনার সময় কিছু বিষয় মাথায় রাখলে
আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ
হতে পারে।
নকশা ও ওজন :
"""""""""""""""""""""""
আপনি যদি
বেশি বেশি ভ্রমণ করেন তখন
আপনার জন্য হালকা-পাতলা
ল্যাপটপ বা আলট্রাবুক ভালো
হবে। ১২ থেকে ১৩ ইঞ্চি মাপের
যে ল্যাপটপে দীর্ঘক্ষণ চার্জ থাকে সেটি কিনবেন। যদি বাড়ি
বা অফিসের কাজের জন্য
ল্যাপটপ কিনতে চান তবে ১৪
ইঞ্চি বা ১৫.৬ ইঞ্চি মাপের
ডিসপ্লেযুক্ত ল্যাপটপ কিনুন।

আপনি যদি গেমার বা ছবি ও
ভিডিও সম্পাদনার কাজের জন্য
ল্যাপটপ চান তবে আপনাকে
শক্তিশালী ল্যাপটপ বেছে নিতে
হবে। এ জন্য ১৫.৬ বা ১৭ ইঞ্চি
মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপ কিনতে পারেন। আপনি যদি সব
সময় সঙ্গে করে ল্যাপটপ নিয়ে
ঘোরেন তবে আপনার জন্য
ধাতব কাঠামোর ল্যাপটপ যুত্সই
হবে।

আপনার ল্যাপটপ যদি বাড়ির
সকলেই ব্যবহার করে তবে তা
ধাতব কাঠামো ও করপোরেট
মডেলের হলে ভালো হবে।
প্রচলিত প্রায় সব ল্যাপটপের
ব্যাটারি লিথিয়াম আয়নের হয়ে থাকে। এতে যত বেশি সেল
(৪-১২) থাকবে, ব্যাটারি তত
বেশি সময় চার্জ ধরে রাখতে
পারবে।

ব্র্যান্ড
"""""""""""
পুরোনো ল্যাপটপ কেনার সময়
সতর্ক থাকুন। ওয়ারেন্টি দেখে
নিন। পরিচিত ব্র্যান্ডের ওপর
আস্থা রাখতে পারেন। ডিলার ও
খুচরা বিক্রেতাদের কাছ থেকে
ল্যাপটপ কেনার আগে তাদের বিক্রয় পরবর্তী সেবা ও
অতীতে তাদের ল্যাপটপ
বিক্রির রেকর্ড সম্পর্কে
জানা থাকলে ভালো হবে।

কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি
কার্ড, চার্জার, ব্যাগ ইত্যাদি
আনুষঙ্গিক জিনিসপত্র যা
আপনার ল্যাপটপের সঙ্গেই
পাচ্ছেন তা বুঝে নেবেন। এ ছাড়া
সব সময় অনুমোদিত ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত
মাধ্যম বা দোকান থেকে
ল্যাপটপ কিনুন।

টাচস্ক্রিন
"""""""""""""
আপনি যদি টাচ বা স্পর্শ করে
পণ্য চালাতে পছন্দ করেন, তবে
টাচস্ক্রিন ল্যাপটপ আপনার
জন্য ভালো হবে। উদাহরণ
হিসেবে বলা যায়, উইন্ডোজ ৮
ইন্টারফেসের টাইল ও জেশ্চার আপনার টাচস্ক্রিন
অভিজ্ঞতাকে উন্নত করবে
এবং তা সহজে ব্যবহার করতে
পারবেন। উইন্ডোজ অপারেটিং
সিস্টেমনির্ভর
ল্যাপটপগুলোতে ওয়েব পেজ ব্যবহার করা সহজ।

এ ছাড়াও ছবি ও ডকুমেন্টস
দেখতেও সুবিধা হয়। টাচস্ক্রিন
ল্যাপটপ আপনি কিবোর্ডযুক্ত
ল্যাপটপ হিসেবেও ব্যবহার
করতে পারেন। বাজারে ৫০ হাজার
টাকার মধ্যে টাচস্ক্রিন সুবিধার ল্যাপটপ পাবেন।
সাধারণত সিনেমা দেখা, গান
শোনা, ইন্টারনেট ব্যবহার
করাসহ ছোটখাটো কাজের জন্য
কম দামের ল্যাপটপ কেনাই
যথেষ্ট। এ ক্ষেত্রে ১৫ ইঞ্চি পর্দার মনিটরসহ ল্যাপটপ
কিনতে পারেন।

তথ্য ধারণ ক্ষমতা
"""""""""""""""""""""""
ল্যাপটপ কেনার সময় খেয়াল
রাখবেন তাতে কতটুকু তথ্য
আপনি সংরক্ষণ করতে
পারবেন। এখনকার দিনে ১৫.৬
ইঞ্চি ল্যাপটপ ছাড়া
অপটিক্যাল ড্রাইভের ব্যবহার কম দেখা যায়। এখন
হার্ডড্রাইভের পরিবর্তে
ফ্ল্যাশ ভিত্তিক ড্রাইভ
এসএসডিও ব্যবহার হতে দেখা
যাচ্ছে। ফ্ল্যাশ স্টোরেজ দামি
হলেও এর নষ্ট হওয়ার ঝুঁকি কম। এর আকার ছোট এবং কাজ
করে দ্রুত।

অপারেটিং সিস্টেম
"""""""""""""""""
অনেকেই অল্প কিছু অর্থ
সাশ্রয়ের জন্য প্রি-লোডেড
অপারেটিং সিস্টেমনির্ভর
ল্যাপটপ কেনেন না। কিন্তু
নিজে থেকে ওএস এবং অন্যান্য
সফটওয়্যার ইনস্টল করা কঠিন ও সময় সাপেক্ষ। ল্যাপটপ
কেনার সময় আপনি যে
অপারেটিং সিস্টেমে বেশি
স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটি
ইনস্টল করুন।

ল্যাপটপের আকার
"""""""""""""""""""""""
যদি বাড়ি বা অফিসের জন্য
ল্যাপটপ কেনার কথা ভাবেন তবে
ল্যাপটপের আকার বড় হওয়া
ভালো। এতে চোখের সুবিধা হবে
এবং কাজের জন্য সুবিধা পাবেন।
যদি কোনো প্রেজেন্টেশন দেওয়ার জন্য ল্যাপটপ কিনতে
হয় তবে তা হালকা-পাতলা ও
ছোট স্ক্রিনের হলে ভালো হয়।

ফিচার
""""""""
ভালো একটি ল্যাপটপে ইনটেল
বা এএমডির মাল্টিকোর
সিপিইউ থাকলে ভালো। ৩-৪ টি
ইউএসবি পোর্ট এবং
ল্যাপটপটি দ্রুতগতির কিনা তা
দেখে নেওয়া বাঞ্চনীয়। সাধারণত উচ্চ রেজ্যুলেশনের
গেম খেলা, ভিডিও সম্পাদনা
এবং গ্রাফিকসের কাজের জন্য
উচ্চ গতির ল্যাপটপ কেনা
জরুরি। এ জন্য প্রসেসরের
ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ বা এর বেশি হলে ভালো হয়।
প্রসেসর কোন সিরিজের
(কোর আইথ্রি, ফাইভ, সেভেন)
তা জেনে নেওয়াও জরুরি। কেনার
আগে অবশ্যই গ্রাফিকস
সক্ষমতা কেমন দেখে নেবেন।
ভিডিও সম্পাদনা এবং গ্রাফিকসের কাজের জন্য
কমপক্ষে ৪ গিগাবাইটের
ডিডিআরথ্রি র্যাম হলে ভালো
হবে।

Buy Laptop at cheap rate 10000/-

রমজান উপলক্ষে দেশী সফটওয়্যার “রমজান ২০১৫”

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আপনাদের জন্য টিম ইরর বানিয়েছে রমজানের জন্য একটি সফটওয়্যার যার নাম “রমাজন।।২০১৫”
যাযা পাবেন সফটওয়্যারটিতে
-পুরোপুরি বাংলা এবং আকর্ষনীয় ইন্টারফেস(Total Bangle And Attractive Interface)
-মাহে রমাজনের সব এলাকার ইফতার ও সাহারীর সময়সূচী(Ramadan Iftar And Sahari Timetable)
-মাহে রমাজানের জন্য দোয়া (Doa For Ramdan)
-রমাজনের জন্য হাদিস সহ গুরুত্বপুর্ণ বিষয়ের কালেকশন(Hadith Collections)
-ইফতার ও সাহারীর জন্য এলার্ম দেওয়ার সফটওয়্যার(Alarming Software)
-আসমাউল হুসনা(উচ্চারণ ও অর্থ সহ)(99 Names of Allah)
-অনলাইনে কোরআন ও হাদিস (Online Quran And Hadith)
-ইসলামিক ওয়ালপেপার (লেটেস্ট)(Islamic walpaper)
-আরো অনেক গুরুপুর্ণ বিষয় যা রমজানের জন্য প্রয়জনীয়(More Essential Resources)

তাছাড়া সর্বাক্ষনিক অনলাইনের হেল্প ডেস্ক খোলা থাকছে পুরো রমজান ব্যাপী !
রমজান বিষয়ক যেকোন প্রশ্ন করতে আমাদের হেল্প বাটন রয়েছে !
Download Links
------------------------
Download Link 1
Download Link 2

৩০ রমজানের ৩০ টি দোয়া

হাদিস থেকে সংগৃহীত

রমজান-২০১৫ (সফটওয়্যারটির অংশ বিশেষ)




১ম রমজানের দোয়া

اليوم الاوّل : اَللّـهُمَّ اجْعَلْ صِيامي فيهِ صِيامَ الصّائِمينَ، وَقِيامي فيهِ قيامَ الْقائِمينَ، وَنَبِّهْني فيهِ عَنْ نَوْمَةِ الْغافِلينَ، وَهَبْ لى جُرْمي فيهِ يا اِلـهَ الْعالَمينَ، وَاعْفُ عَنّي يا عافِياً عَنْ الُْمجْرِمينَ .
হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর। আমার নামাজকে কবুল কর প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে। আমাকে জাগিয়ে তোলো গাফিলতির ঘুম থেকে। হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ মাফ করে দাও। ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।

২য় রমজানের দোয়া
اليوم الثّاني : اَللّـهُمَّ قَرِّبْني فيهِ اِلى مَرْضاتِكَ، وَجَنِّبْني فيهِ مِنْ سَخَطِكَ وَنَقِماتِكَ، وَوَفِّقْني فيهِ لِقِرآءَةِ ايـاتِكَ بِرَحْمَتِكَ يا اَرْحَمَ الرّاحِمينَ .
হে আল্লাহ! তোমার রহমতের উসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে। আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।

৩য় রমজানের দোয়া
اليوم الثّالث : اَللّـهُمَّ ارْزُقْني فيهِ الذِّهْنَ وَالتَّنْبيهَ، وَباعِدْني فيهِ مِنَ السَّفاهَةِ وَالَّتمْويهِ، وَاجْعَلْ لى نَصيباً مِنْ كُلِّ خَيْر تُنْزِلُ فيهِ، بِجُودِكَ يا اَجْوَدَ الاَْجْوَدينَ .
হে আল্লাহ ! আজকের দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান কর। আমাকে দূরে রাখ অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ-কর্ম থেকে। এ দিনে যত ধরণের কল্যাণ দান করবে তার প্রত্যেকটি থেকে তোমার দয়ার উসিলায় আমাকে উপকৃত কর। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।

৪র্থ রমজানের দোয়া
اليوم الرّابع : اَللّـهُمَّ قَوِّني فيهِ عَلى اِقامَةِ اَمْرِكَ، وَاَذِقْني فيهِ حَلاوَةَ ذِكْرِكَ، وَاَوْزِعْني فيهِ لاَِداءِ شُكْرِكَ بِكَرَمِكَ، وَاحْفَظْني فيهِ بِحِفْظِكَ وَسَتْرِكَ، يا اَبْصَرَ النّاظِرينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও। তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও। তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত কর। হে দৃষ্টিমানদের মধ্যে শ্রেষ্ঠ দৃষ্টিমান। আমাকে এ দিনে তোমারই আশ্রয় ও হেফাজতে রক্ষা কর।

৫ম রমজানের দোয়া
اليوم الخامس : اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مِنْ الْمُسْتَغْفِرينَ، وَاجْعَلْني فيهِ مِنْ عِبادِكَ الصّالِحينَ اْلقانِتينَ، وَاجْعَلني فيهِ مِنْ اَوْلِيائِكَ الْمُقَرَّبينَ، بِرَأْفَتِكَ يا اَرْحَمَ الرّاحِمينَ .
হে আল্লাহ ! এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভূক্ত কর। আমাকে শামিল কর তোমার সৎ ও অনুগত বান্দাদের কাতারে। হে আল্লাহ ! মেহেরবানী করে আমাকে তোমার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ কর। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান।

৬ষ্ঠ রমজানের দোয়া
اليوم السّادس : اَللّـهُمَّ لا تَخْذُلْني فيهِ لِتَعَرُّضِ مَعْصِيَتِكَ، وَلاتَضْرِبْني بِسِياطِ نَقِمَتِكَ، وَزَحْزِحْني فيهِ مِنْ مُوجِباتِ سَخَطِكَ، بِمَنِّكَ وَاَياديكَ يا مُنْتَهى رَغْبَةِ الرّاغِبينَ .
হে আল্লাহ ! তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্চিত ও অপদস্থ করোনা। তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিওনা। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো। হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।

৭ম রমজানের দোয়া
اليوم السّابع : اَللّـهُمَّ اَعِنّي فِيهِ عَلى صِيامِهِ وَقِيامِهِ، وَجَنِّبْني فيهِ مِنْ هَفَواتِهِ وَآثامِهِ، وَارْزُقْني فيهِ ذِكْرَكَ بِدَوامِهِ، بِتَوْفيقِكَ يا هادِيَ الْمُضِلّينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য কর। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও। হে পথ হারাদের পথ প্রদর্শনকারী।

৮ম রমজানের দোয়া
اليوم الثّامن : اَللّـهُمَّ ارْزُقْني فيهِ رَحْمَةَ الاَْيْتامِ، وَاِطْعامَ اَلطَّعامِ، وَاِفْشاءَ السَّلامِ، وَصُحْبَةَ الْكِرامِ، بِطَولِكَ يا مَلْجَاَ الاْمِلينَ .
হে আল্লাহ ! তোমার উদারতার উসিলায় এ দিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার ও সৎ ব্যক্তিদের সাহায্য লাভ করার তৌফিক দাও। হে আকাঙ্খাকারীদের আশ্রয়স্থল।

৯ম রমজানের দোয়া
اليوم التّاسع : اَللّـهُمَّ اجْعَلْ لي فيهِ نَصيباً مِنْ رَحْمَتِكَ الْواسِعَةِ، وَاهْدِني فيهِ لِبَراهينِكَ السّاطِعَةِ، وَخُذْ بِناصِيَتي اِلى مَرْضاتِكَ الْجامِعَةِ، بِمَحَبَّتِكَ يا اَمَلَ الْمُشْتاقينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার রহমতের অধিকারী কর। আমাকে পরিচালিত কর তোমার উজ্জ্বল প্রমাণের দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল। তোমার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও।

১০ম রমজানের দোয়া
اليوم العاشر : اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مِنَ الْمُتَوَكِّلينَ عَلَيْكَ، وَاجْعَلْني فيهِ مِنَ الْفائِزينَ لَدَيْكَ، وَاجْعَلْني فيهِ مِنَ الْمُقَرَّبينَ اِلَيْكَ، بِاِحْسانِكَ يا غايَةَ الطّالِبينَ .
হে আল্লাহ ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও। হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।

১১তম রমজানের দোয়া
اليوم الحادي عشر : اَللّـهُمَّ حَبِّبْ اِلَيَّ فيهِ الاِْحْسانَ، وَكَرِّهْ اِلَيَّ فيهِ الْفُسُوقَ وَالْعِصْيانَ، وَحَرِّمْ عَلَيَّ فيهِ السَّخَطَ وَالنّيرانَ بِعَوْنِكَ يا غِياثَ الْمُسْتَغيثينَ .
হে আল্লাহ ! এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় কর। তোমার অনুগ্রহের উসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।

১২ তম রমজানের দোয়া
اليوم الثّاني عشر : اَللّـهُمَّ زَيِّنّي فيهِ بِالسِّتْرِ وَالْعَفافِ، وَاسْتُرْني فيهِ بِلِباسِ الْقُنُوعِ وَالْكَفافِ، وَاحْمِلْني فيهِ عَلَى الْعَدْلِ وَالاِْنْصافِ، وَآمِنّي فيهِ مِنْ كُلِّ ما اَخافُ، بِعِصْمَتِكَ يا عِصْمَةَ الْخائِفينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত কর। অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত কর। ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত কর। তোমার পবিত্রতার উসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখ। হে খোদা ভীরুদের রক্ষাকারী।

১৩ তম রমজানের দোয়া
اليوم الثّالث عشر : اَللّـهُمَّ طَهِّرْني فيهِ مِنَ الدَّنَسِ وَالاَْقْذارِ، وَصَبِّرْني فيهِ عَلى كائِناتِ الاَْقْدارِ، وَوَفِّقْني فيهِ لِلتُّقى وَصُحْبَةِ الاَْبْرارِ، بِعَوْنِكَ يا قُرَّةَ عَيْنِ الْمَساكينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র কর। যা কিছু তকদীর অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে দান কর। তোমার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দাও। হে অসহায়দের আশ্রয়দাতা।

১৪ তম রমজানের দোয়া
اليوم الرّابع عشر : اَللّـهُمَّ لا تُؤاخِذْني فيهِ بِالْعَثَراتِ، وَاَقِلْني فيهِ مِنَ الْخَطايا وَالْهَفَواتِ، وَلا تَجْعَلْني فيهِ غَرَضاً لِلْبَلايا وَالاْفاتِ، بِعِزَّتِكَ يا عِزَّ الْمُسْلِمينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না। আমার দোষ-ত্রুটিকে হিসেবের মধ্যে ধরো না।তোমার মর্যাদার উসিলায় আমাকে বিপদ-আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না। হে মুসলমানদের মর্যাদা দানকারী।

১৫ তম রমজানের দোয়া
اليوم الخامس عشر : اَللّـهُمَّ ارْزُقْني فيهِ طاعَةَ الْخاشِعينَ، وَاشْرَحْ فيهِ صَدْري بِاِنابَةِ الُْمخْبِتينَ، بِاَمانِكَ يا اَمانَ الْخائِفينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তৌফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের উসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে খোদাভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত কর। হে খোদাভীরু মুত্তাকীদের আশ্রয়দাতা।

১৬ তম রমজানের দোয়া
اليوم السّادس عشر : اَللّـهُمَّ وَفِّقْني فيهِ لِمُوافَقَةِ الاَْبْرارِ، وَجَنِّبْني فيهِ مُرافَقَةَ الاَْشْرارِ، وَآوِني فيهِ بِرَحْمَتِكَ اِلى دارِ الْقَـرارِ، بِاِلهِيَّتِكَ يا اِلـهَ الْعالَمينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার সৎবান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার খোদায়ীত্বের শপথ করে বলছি, আমাকে তোমার রহমতের বেহেশতে স্থান দাও। হে জগতসমূহের প্রতিপালক।

১৭ তম রমজানের দোয়া
اليوم السّابع عشر : اَللّـهُمَّ اهْدِني فيهِ لِصالِحِ الاَْعْمالِ، وَاقْضِ لي فيهِ الْحَوائِجَ وَالاْمالَ، يا مَنْ لا يَحْتاجُ اِلَى التَّفْسيرِ وَالسُّؤالِ، يا عالِماً بِما في صُدُورِ الْعالَمينَ، صَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ الطّاهِرينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে সৎকাজের দিকে পরিচালিত কর। হে মহান সত্ত্বা যার কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেয়ার দরকার হয় না। আমার সব প্রয়োজন ও আশা-আকাঙ্খা পূরণ করে দাও। হে তাবত দুনিয়ার রহস্যজ্ঞানী ! হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর রহমত বষর্ণ কর।

১৮ তম রমজানের দোয়া
اليوم الثّامن عشر : اَللّـهُمَّ نَبِّهْني فيهِ لِبَرَكاتِ اَسْحارِهِ، وَنَوِّرْ فيهِ قَلْبي بِضياءِ اَنْوارِهِ، وَخُذْ بِكُلِّ اَعْضائي اِلَى اتِّباعِ آثارِهِ، بِنُورِكَ يا مُنَوِّرَ قُلُوبِ الْعارِفينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে সেহরীর বরকতের উসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সেহরীর নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের উসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধকদের অন্তর আলোকিতকারী !

১৯ তম রমজানের দোয়া
اليوم التّاسع عشر : اَللّـهُمَّ وَفِّرْ فيهِ حَظّي مِنْ بَرَكاتِهِ، وَسَهِّلْ سَبيلي اِلى خَيْراتِهِ، وَلا تَحْرِمْني قَبُولَ حَسَناتِهِ، يا هادِياً اِلَى الْحَقِّ الْمُبينِ .
হে আল্লাহ ! আমাকে এ মাসের বরকতের অধিকারী কর। এর কল্যাণ অজর্নের পথ আমার জন্য সহজ করে দাও। এ মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করো না। হে স্পষ্ট সত্যের দিকে পথো নির্দেশকারী।

২০ তম রমজানের দোয়া
اليوم العشرون : اَللّـهُمَّ افْتَحْ لي فيهِ اَبْوابَ الْجِنانِ، وَاَغْلِقْ عَنّي فيهِ اَبْوابَ النّيرانِ، وَوَفِّقْني فيهِ لِتِلاوَةِ الْقُرْآنِ، يا مُنْزِلَ السَّكينَةِ فى قُلُوبِ الْمُؤْمِنينَ .
হে আল্লাহ ! এ দিনে আমার জন্যে বেহেশতের দরজাগুলো খুলে দাও এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান কর। হে ঈমানদারদের অন্তরে প্রশান্তি দানকারী।

২১ তম রমজানের দোয়া

اليوم الحادي والعشرون : اَللّـهُمَّ اجْعَلْ لى فيهِ اِلى مَرْضاتِكَ دَليلاً، وَلا تَجْعَلْ لِلشَّيْطانِ فيهِ عَلَيَّ سَبيلاً، وَاجْعَلِ الْجَنَّةَ لى مَنْزِلاً وَمَقيلاً، يا قاضِيَ حَوائِجِ الطّالِبينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত কর। শয়তানদের আমার উপর আধিপত্য বিস্তার করতে দিওনা। জান্নাতকে আমার গন্তব্যে পরিণত কর। হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।

২২ তম রমজানের দোয়া
اليوم الثّاني والعشرون : اَللّـهُمَّ افْتَحْ لى فيهِ اَبْوابَ فَضْلِكَ، وَاَنْزِلْ عَلَيَّ فيهِ بَرَكاتِكَ، وَوَفِّقْني فيهِ لِمُوجِباتِ مَرْضاتِكَ، وَاَسْكِنّي فيهِ بُحْبُوحاتِ جَنّاتِكَ، يا مُجيبَ دَعْوَةِ الْمُضْطَرّينَ .
হে আল্লাহ ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল কর। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।

২৩ তম রমজানের দোয়া
اليوم الثّالث والعشرون : اَللّـهُمَّ اغْسِلْني فيهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْني فيهِ مِنَ الْعُيُوبِ، وَامْتَحِنْ قَلْبي فيهِ بِتَقْوَى الْقُلُوبِ، يا مُقيلَ عَثَراتِ الْمُذْنِبينَ .
হে আল্লাহ ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র কর। তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী।

২৪ তম রমজানের দোয়া
اليوم الرّابع والعشرون : اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ فيهِ ما يُرْضيكَ، وَاَعُوذُبِكَ مِمّا يُؤْذيكَ، وَاَسْأَلُكَ التَّوْفيقَ فيهِ لاَِنْ اُطيعَكَ وَلا اَعْصيْكَ، يا جَوادَ السّائِلينَ .
হে আল্লাহ ! আজ তোমার কাছে ঐসব আবেদন করছি যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তৌফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল।
২৫ তম রমজানের দোয়া
اليوم الخامس والعشرون : اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مُحِبَّاً لاَِوْلِيائِكَ، وَمُعادِياً لاَِعْدائِكَ، مُسْتَنّاً بِسُنَّةِ خاتَمِ اَنْبِيائِكَ، يا عاصِمَ قُلُوبِ النَّبِيّينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরী নবীর সুন্নত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান কর। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।

২৬ তম রমজানের দোয়া
اليوم السّادس والعشرون : اَللّـهُمَّ اجْعَلْ سَعْيي فيهِ مَشْكُوراً، وَذَنْبي فيهِ مَغْفُوراً وَعَمَلي فيهِ مَقْبُولاً، وَعَيْبي فيهِ مَسْتُوراً، يا اَسْمَعَ السّامِعينَ .
হে আল্লাহ ! এ দিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও। আমার সব গুনাহ মাফ করে দাও। আমার সব আমল কাজ কবুল করো এবং সব দোষ-ত্রু টি ঢেকে রাখ। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।

২৭ তম রমজানের দোয়া
اليوم السّابع والعشرون : اَللّـهُمَّ ارْزُقْني فيهِ فَضْلَ لَيْلَةِ الْقَدْرِ، وَصَيِّرْ اُمُوري فيهِ مِنَ الْعُسْرِ اِلَى الْيُسْرِ، وَاقْبَلْ مَعاذيري، وَحُطَّ عَنّيِ الذَّنْبَ وَالْوِزْرَ، يا رَؤوفاً بِعِبادِهِ الصّالِحينَ
হে আল্লাহ ! আজকের দিনে আমাকে শবেকদরের ফজিলত দান কর। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল কর এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।

২৮ তম রমজানের দোয়া
اليوم الثّامن والعشرون : اَللّـهُمَّ وَفِّرْ حَظّي فيهِ مِنَ النَّوافِلِ، وَاَكْرِمْني فيهِ بِاِحْضارِ الْمَسائِلِ، وَقَرِّبْ فيهِ وَسيلَتى اِلَيْكَ مِنْ بَيْنِ الْوَسائِلِ، يا مَنْ لا يَشْغَلُهُ اِلْحـاحُ الْمُلِحّينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে নফল এবাদতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত কর। তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র সত্ত্বা ! যাকে, অনুরোধকারীদের কোন আবেদন নিবেদন, ন্যায়বিচার থেকে টলাতে পারে না।

২৯ তম রমজানের দোয়া
اليوم التّاسع والعشرون : اَللّـهُمَّ غَشِّني فيهِ بِالرَّحْمَةِ، وَارْزُقْني فيهِ التَّوْفيقَ وَالْعِصْمَةَ، وَطَهِّرْ قَلْبي مِنْ غَياهِبِ التُّهْمَةِ، يا رَحيماً بِعِبادِهِ الْمُؤْمِنينَ .
হে আল্লাহ ! আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও। গুনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান কর। আমার অন্তরকে মুক্ত কর অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে। হে ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান।

৩০ তম রমজানের দোয়া
اليوم الثلاثون : اَللّـهُمَّ اجْعَلْ صِيامى فيهِ بِالشُّكْرِ وَالْقَبُولِ عَلى ما تَرْضاهُ وَيَرْضاهُ الرَّسُولُ، مُحْكَمَةً فُرُوعُهُ بِالاُْصُولِ، بِحَقِّ سَيِّدِنا مُحَمَّد وَآلِهِ الطّاهِرينَ، وَالْحَمْدُ للهِ رَبِّ الْعالَمينَ .
হে আল্লাহ ! তুমি ও তোমার রাসুল ঠিক যেমনিভাবে খুশি হবে তেমনি করে আমার রোজাকে পুরস্কৃত কর এবং কবুল করে নাও। আমাদের নেতা হযরত মুহাম্মদ (সঃ) ও তার পবিত্র বংশধরদের উসিলায় আমার সব ক্ষুদ্র ক্ষুদ্র আমলকে মূল এবাদতের সাথে যোগ করে শক্তিশালী কর। আর সব প্রশংসা ও স্তুতি জগতসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর। #



আর সফটওয়্যারটি ব্যবহার করা খুব সহজ ! তাই টিউটোরিয়াল লিখলাম না ! :)
সবাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কিছু নতুন কিছু করতে পারি !
ধন্যবাদ :)

Wednesday, June 17, 2015

খুব সহজে দেখুন কে কে আপনার FACEBOOK প্রোফাইল ভিজিট করেছে। লিখিত এবং ভিডিও টিউটোরিয়াল।

Ø প্রথমে আপনার ফেসবুক প্রোপাইলে ভিজিট করুন। এখন যে কোন এক জাইগাতে মাউস রেখে Right বাটানে ক্লিক করুন। তারপর view page source এ ক্লিক করুন। এখন যে ট্যাব ওপেন হলো সেই ট্যাবে প্রবেশ করুন।
Ø কি-বোর্ড থেকে CTRL+F এক সাথে চাপুন।
Ø সার্চ বক্সে availablelist লিখে এন্টার প্রেস করুন। এই লেখাটা যেখানে আছে সেখানে হাইলাইট করে দেখাবে।
Ø হাইলাইটেড লেখার নিচে দেখুন কিছু কিছু কোড আছে। এখান থেকে একটি কোড কপি করুন।

Ø এবার ব্রাউজারের এড্রেস বারে লিখুন wwww.facebook.com/code .উদাহরনঃ—www.facebook.com/125468225464655 এবার এন্টার প্রেস করুন।

Ø যার প্রোপাইল ওপেন হবে সেই আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে।

Ø এভাবে আপনি কোড গুলি কপি করে করে দেখতে পারেন কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে।

Ø যারা বুঝতে পারেন নি। তারা ভিডিও দেখুন।

Video Link 1


Video Link 2

ফোনে কল দিয়ে কেউ উত্যক্ত করছে? খুব সহজে বের করে ফেলুন তার নাম-ঠিকানা!

মোবাইলে অচেনা নম্বর থেকে ক্রমাগত কল বা মিসকল আসার মত বিরক্তিকর ব্যাপার কিছুই হতে পারে না। বিশেষত মেয়েদের জন্যে এই ভোগান্তি তো একেবারেই অলিখিত। বকাঝকা, ফোন সাইলেন্ট করে রাখা কোন কিছুতেই যেন কাজ হয় না। কিন্তু ভাবুন তো, অচেনা এই লোকটির নাম ঠিকানা যদি এক মিনিটেই আপনার হাতের মুঠোয় চলে আসে, আর আপনি উলটো তার নাম ধরে ডেকে বেশ ভালো রকম একটা হুমকী দিতে পারেন, কিংবা সহজেই পুলিশের কাছে তার নাম ঠিকানা দিয়ে দিতে পারেন, তাহলে কি ভালোটাই না হতো! না স্বপ্ন নয় একেবারেই, প্রযুক্তির উৎকর্ষে এই ছোট্ট কাজটি আপনি করতে পারেন স্রেফ ঘরে বসেই। আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে কয়েক সেকেন্ডেই নামিয়ে নিতে পারেন, এইসব অচেনা নাম্বার থেকে ফোনদাতার নাম ঠিকানা, সবই!

True caller
:
এই ছোট্ট অ্যাপস টি পাবেন গুগল প্লে স্টোরে। এটি আপনার ফোনে ইন্সটল করে নিন। তারপর কোন অচেনা নম্বর থেকে ফোন এলেই, স্রেফ জাদুর মত আপনার ফোনে ভেসে উঠবে কলদাতার নাম। তবে হ্যাঁ, শর্ত প্রযোজ্য। সেই নম্বরটি যদি তার নামে রেজিস্ট্রেশন করা থাকে, তবেই আপনি এই সুবিধাটা পাবেন। আর সেই লোক যদি ফেসবুকে এই নম্বরটি ব্যবহার করে থাকেন, তাহলে তো দেখতে পাবেন তার ছবি সহই! দেখে নিন তো, পরিচিত কেউই আপনার সাথে এই বিরক্তিকর আচরণটি করছে কিনা! বাড়তি পাওনা হিসেবে বিনেপয়সায় আপনি এই কলদাতাকে ব্লক করে রাখতে পারবেন।

Facebook:
বার বার ফোন করতেই থাকা বিরক্তিকর নম্বরটিকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন ফেসবুকের মাধ্যমেও। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফোন নম্বরটি টাইপ করুন। সে ব্যক্তি যদি এই ফোন নম্বরটি তার একাউন্টে ব্যবহার করে (করার সম্ভাবনা খুব বেশী), তাহলে তাকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব।

LINE whoscall:
অনেকটা ট্রুকলারের মতই এটিও অচেনা ফোনদাতার রেজিস্টার্ড নাম ও অন্যান তথ্য ও তার মোবাইলে লোকেশন অন থাকলে তার ঠিকানা অব্দি দেখিয়ে দেবে আপনাকে।

Mobile Number Locator:
অচেনা নম্বর থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে।

আমি নিজে ট্রুকলার ব্যবহার করি। তবে, আপনি আপনার সুবিধামত যে কোনটি বেছে নিতে পারেন। আর দেরী কেন, মুখোশ খুলে নিন বিরক্তিকর ফোন বা মিসকলদাতার। ভালো থাকুন আপনি।

আজ এ পর্যন্ত ভালো থাকুন

অনলাইনে ফটো এডিট করার চমৎকার ২০টি সাইট !!!

আজ আমি আপনাদের দিচ্ছি ফটো এডিট করার কিছু সাইট যেখানে হাজার রকমের Effect তৈরি আপনার জন্য। এসব সাইটের মধ্যে কিছু সাইট আপনারা অনেকেই জানেন। আরও কিছু সাইট যেগুলো অনেকেই জানেন না। চলুন কথা না বলে দেখে নিই সেই সাইটগুলো।
1.http://www.photofunia.com/

2.http://www.photofacefun.com/

3.http://funphotobox.com/

4.http://pho.to/

5.http://www.loonapix.com/

6.http://www.picartia.com/

7.http://www.hairmixer.com/

8.http://yearbookyourself.com/

9.http://www.loonapix.com/

10.http://www.writeonit.org/

11.http://www.instyle.com/instyle/makeover/

12.http://www.dumpr.net/

13.http://www.montagraph.com/main.aspx

14.http://www.pizap.com/

15.http://funny.pho.to/

16.http://www.festisite.com/money/

17.http://www.faceinhole.com/

18.http://www.festisite.com/money/

19.http://onlinepictureframes.com/

20.http://www.moronface.com/

আশা করি আপনাদের ভালই লেগেছে। আর কোন সমস্যা হলে অবশ্যই বলবেন। আজকের মত বিদায়।

Monday, June 15, 2015

আপনার ব্লগে ভিজিটর বাড়ানোর জটিল টিপস !

ভিজিটর হচ্ছে যে কোন ব্লগের প্রান। ভিজিটর নাই, তো প্রান নাই। সুতরাং, আপনি যদি আসলেই ব্লগিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিজিটর বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। কিন্তু কিভাবে? নিচের গাইডলাইন্স অনুসরন করুন, বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার ব্লগের ট্রাফিক বাড়াতে পারবেন।
১) নিয়মিত আপনার লেখা প্রকাশ করুন:

আপনাকে অবশ্যই নিয়মিতভাবে আপনার ব্লগে লিখতে হবে, তা প্রতিদিন ১ বার হোক, অথবা সপ্তাহে। কিন্তু এমন যেন না হয়, একদিন ৪-৫ টা লিখলেন আর অন্য ৪-৫ দিন বসে থাকলেন।
২) কোয়ালিটি কন্টেন্ট লিখুন:

আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্টের উপর জোর দিতে হবে তা সপ্তাহে এক্টাই হোক না কেন। আপনি প্রতিদিন লিখলেন কিন্তু একটা ও কোয়ালিটি কন্টেন্ট নয়, কোন লাভ নাই।
৩) আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনে সাবমিট করুন:

আপনাকে প্রতিটি ব্লগ অবশ্যই সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে, অন্যথায় কোন লাভ নাই। আপনার কন্টেন্ট সার্চ করে পেতে হলে অবশ্যই সেগুলো সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে।
৪) আপনার ব্লগকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করুন:

আপনি যখনি কোন ব্লগ লিখবেন অবশ্যই তা আপনার সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক, টুইটার ইত্যাদি) প্রচার করবেন। এটা আপনার ব্লগের ভিজিটর কে সাংঘাতিক ভাবে বাড়াতে সাহাজ্য করবে। আর, সার্চ ইঞ্জিন গুলো ও এখন খুব মুল্য দেয় এটাকে।
৫) কোয়ালিটি ব্যাক-লিঙ্ক তৈরি করুন:

আপনাকে অবশ্যই কোয়ালিটি ব্যাক-লিঙ্ক তৈরি করতে হবে। ফালতু ব্যাক্-লিঙ্ক তৈরি করে কোন লাভ নাই। আপনাকে অবশ্যই ভাল পেজ র‍্যাঙ্কের ব্লগে আপনার ব্লগের লিঙ্ক তৈরি করতে হবে। ভাল ব্লগে একটা ব্যাক-লিঙ্ক ফালতু ব্লগে ১০০০ টা ব্যাক-লিঙ্কের চেয়ে ভাল।
৬) ভিডিও মার্কেটিং:

ভিডিও মার্কেটিং আপনাকে বেশ হেল্প করবে আপনার সাইটের ভিজিটর বাড়াতে। এ ক্ষেত্রে আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন। ইউটিউবে আপনার কোন ভিডিও প্রকাশ করে সেখানে আপনার ব্লগের লিঙ্ক দিয়ে দিতে পারেন।
৭) ইয়াহু Answer এ সক্রিয় থাকুন :

ইয়াহু Answer খুবই উপকারি আপনার সাইটের ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে। এখানে আপনি আপনার সাইটের লিঙ্ক দিলে আপনার ব্যাক-লিঙ্কের তেমন কোন ভেল্যু নাই, কিন্তু আপনি ভিজিটর ভাল পাবেন। তবে, আপনাকে ইংলিশ জানতে হবে।
৮) ফোরামে সক্রিয় থাকুন:

সর্বদা বিভিন্ন ফোরামে সক্রিয় থাকুন, এটা আপনার সাইটের ভিজিটর বাড়াতে খুবই হেল্প করবে। কিন্তু স্প্যামিং করবেন না, অর্থাৎ প্রথম দিন থেকেই ফোরামে আপনার সাইটের লিঙ্ক দিবেন না।
৯) সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করুন:

অবশ্যই আপনাকে সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করতে হবে। সঠিক কি- ওয়ার্ড নির্বাচন খুবই গুরত্ত পূর্ণ ব্যাপার। এটা আপনার সাইটের অরাগানিক ভিজিটর বাড়াতে হেল্প করবে।
১০) ডিরেক্টরি সাবমিশন:

আপনার সাইটকে অবশ্যই বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিট করতে হবে। এটা ভিজিটর বাড়ানোর এক অনন্য উপায়। গুগলে সার্চ দিলে অনেক গুলো ফ্রী সাইট পাবেন ডিরেক্টরি সাবমিশনের জন্য।

আশা করি, উপরুক্ত গাইডলাইন্স আপনাকে সাহায্য করবে আপনার সাইটের ভিজিটর বাড়াতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।


Get free 500+ visitor daily

যে কোন লেখা আপনাকে পড়িয়ে শোনাতে ডাউনলোড করুন ডিজিটাল তোতাপাখি।

আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটি পড়তে পারে টেক্সট, লেটারস, ওয়েবপেজেস এবং ডকুমেন্টস যা আপনি শুনতে চান। পরবর্তীতে শোনার জন্য সেটাকে আবার WAV, MP3 or WMA ফরমেটে সেভও করা যায়।

সফটওয়্যারটি দিয়ে আপনি কী কী করতে পারবেন:
* পিসি পড়ে শোনাবে আর আপনি পিছনে হেলান দিয়ে আরামসে বসে বসে তা শুনতে পারবেন।
* টেক্সটগুলোকে MP3 ফরমেটে সেভ করে পোর্টেবল যে কোন অডিও প্লেয়ারে পরে* শুনতে পারবেন।
* নিজের লেখাগুলোর প্রুফ রিডিং করতে
পারবেন।
* পড়তে অসমর্থ্য ব্যক্তির জন্য দারুন সহায়ক
* আপনার আনসারিং মেশিনের জন্য মেসেজ তৈরী করতে পারবেন।
* প্রচুর পড়ার ফলে চোখের উপর চাপ পড়াটা কমে যাবে।
* চলতি পথে eBook শোনতে পারবেন।
* বয়স্কদের চোখের দূর্বল দৃষ্টিজনিত সমস্যার সমস্যার সমাধান পাওয়া যাবে।
* সেকেন্ড ল্যাংগুয়েজ হিসেবে English স্টাডি করা যাবে।
* পরীক্ষার পড়ার জন্য সহায়ক টুলস হিসেবে কাজে দিবে।
* ছোটদের গল্প পড়ে শোনাতে পারবে পিসি।
* সুবিধামত স্পীচে টেক্সট শোনার সুবিধা।
কী-ফিচার:
* সিংগল আর্টিকেল এবং মাল্টি আর্টিকেল মোড
* অটো ক্লিপবোর্ড, ডকুমেন্ট ইমপোর্ট, হট-কী, ড্রাগ এন্ড ড্রপ
* Word, PDF এবং HTML ডকুমেন্ট সাপোর্ট
* WAV, MP3 এবং WMA সাপোর্ট
* প্রুফ রিড টুলস সুবিধা
* ইন্টারনেট এক্সপ্লোরারের ওয়েব পেজেস শোনার জন্য প্লাগ-ইনস ইত্যাদি।


Download from server 1
Download from server 2
সফটওয়্যারটির মূল্য ২৯ ডলার। চিন্তার কোন কারন নেই, আমি আপনাদের দিচ্ছি ফুল ভার্সন একদম ফ্রী তে। ধন্যবাদ সবাইকে।

Saturday, June 6, 2015

ফেসবুকে লক্ষ কোটি লাইক দেখিয়ে আপনার বন্ধুকে চমকে দিন

আজ আমি আপনাদের সাথে যেই টিপস টি শেয়ার করবো তার মাধ্যমে আপনি আপনার ফেসবুক এর স্ট্যাটাস কিংবা ফটোতে ইচ্ছামত লাইক বসিয়ে বন্ধুদের সাথে মজা নিতে পারবেন। বিশ্বাস নাহলে নিচের ফটোটা দেখুন।
চলুন তাহলে শুরু করা যাক, প্রথমে মজিলা ব্রাউজারে firebug নামের add on টি download করে নিন এখান থেকে or download করে নিন এখান থেকে, তারপর ইন্সটল দিন, এখন ফেসবুক এর যেকোনো টিউন বা ফটো তে নিচের ছবির মত জায়গায় মাউস এর ডান বাটন ক্লিক করে Inspect element with firebug এ ক্লিক করুন।
তারপর নিচের ছবির মত 1 চিহ্নিত স্থানে আপনার ইচ্ছা মত সংখ্যা (ধরুন আমি 2,00,669 দিলাম) বসিয়ে 2 চিহ্নিত স্থানে ক্লিক করে ক্লোজ করে দিন।
হয়ে গেল আপনার কাজ, এখন এইটার একটা স্ক্রীন শট নিয়ে আপনার বন্ধুকে পাঠিয়ে মজা লুটেন।
বি.দ্র. এইভাবে করলে আপনার ব্রাউজারেই শুধু লাইক শো করবে এর জন্য আপনাকে স্ক্রীন শট দিয়েই অন্যকে দেখিয়ে মজা নিতে পারবেন। Download Android,java,symbian app copied.

Friday, June 5, 2015

এবার রবিতে ২০ এমবি করে ফ্রি নিন যত খুশি ততবার ১০০% সত্যি

প্রথমে *৮৪৪৪# ডায়াল করুন তারপর ১ রিপ্লাই দিন, তারপর ৪ রিপ্লাই দিন,তারপর ৩ রিপ্লাই দিন,তারপর ১ রিপ্লাই দিন। এখন *৮৪৪৪# ডায়াল করে এমবি চেক করুন। মেয়াদ ১ দিন। মেয়াদ বাড়াতে এখানে দেখুন wapearnbd.com http://mobile.wapearnbd.com/redirect/181

Wednesday, June 3, 2015

এবার যে কোন মানুষ এর সাথে কথা বলুন মেয়ে ছেলে দাদা দাদী সহ সকল প্রকার কণ্ঠে ১০০ % কাজ করে

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো। প্রথমেই বলে রাখি এই ধরনের টিউন যদি এর আগে কেও করে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা সফটওয়্যার যা আপনাদের কজে লাগবে ১০০% সঙ্গে অনেক মজা ও পাবেন।
অনেকেই আছেন যারা ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান,আমার মতো কিন্তু কনো ভালো সফটওয়্যার খুজে পাচ্ছেন না বা জানেনা না। আমি ত আছি আপনাদের সাথে আসলে অনেক কাজে ভয়েস চেঞ্জ করে কথা বলা দরকার হতে পারে, এর মধ্যা সয়তানি করে কথা বলা টা বেশি। তো যারা এমন টা খুজছেন তাদের জন্য আজকে আমি এই সফটওয়্যার টি নিয়ে এসেছি।
এবার দেখুন এর কিছু সুবিধা সমূহঃ এর মাধ্যমে মে, ছেলে,দাদা দাদী সহ সকল প্রকার কণ্ঠ change করতে পাবেন। কথা গুলো একেবারে স্পষ্ট যেনো সকলে বুঝতে পারে ইয়াহ, স্কাইপি, MSN সহ সকল প্রকার মেসেঞ্জার সাপোর্ট করে। সহজ ব্যবহার যোগ্য ও সহজ ভাবে ব্যবহার করা যাবে। উইন্ডোজ ৩২ ও ৬৪ বিট ২ টাতেই সাপোর্ট করে সেই রকম একটা সফটওয়্যার যা দিয়ে মজা করতে পারবেন আপনি। AV Voice Changer.Apk টি আপনার পছন্দ হলে নিচ থেকে Download করে নিন। এন্ড্রয়েড মোবাইল ভার্সনঃ ডাউনলোড Link 1 ডাউনলোড Link 2 পিসি ভার্সনঃ ডাউনলোড Link 1 ডাউনলোড Link 2 সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now