Monday, June 15, 2015

যে কোন লেখা আপনাকে পড়িয়ে শোনাতে ডাউনলোড করুন ডিজিটাল তোতাপাখি।

আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটি পড়তে পারে টেক্সট, লেটারস, ওয়েবপেজেস এবং ডকুমেন্টস যা আপনি শুনতে চান। পরবর্তীতে শোনার জন্য সেটাকে আবার WAV, MP3 or WMA ফরমেটে সেভও করা যায়।

সফটওয়্যারটি দিয়ে আপনি কী কী করতে পারবেন:
* পিসি পড়ে শোনাবে আর আপনি পিছনে হেলান দিয়ে আরামসে বসে বসে তা শুনতে পারবেন।
* টেক্সটগুলোকে MP3 ফরমেটে সেভ করে পোর্টেবল যে কোন অডিও প্লেয়ারে পরে* শুনতে পারবেন।
* নিজের লেখাগুলোর প্রুফ রিডিং করতে
পারবেন।
* পড়তে অসমর্থ্য ব্যক্তির জন্য দারুন সহায়ক
* আপনার আনসারিং মেশিনের জন্য মেসেজ তৈরী করতে পারবেন।
* প্রচুর পড়ার ফলে চোখের উপর চাপ পড়াটা কমে যাবে।
* চলতি পথে eBook শোনতে পারবেন।
* বয়স্কদের চোখের দূর্বল দৃষ্টিজনিত সমস্যার সমস্যার সমাধান পাওয়া যাবে।
* সেকেন্ড ল্যাংগুয়েজ হিসেবে English স্টাডি করা যাবে।
* পরীক্ষার পড়ার জন্য সহায়ক টুলস হিসেবে কাজে দিবে।
* ছোটদের গল্প পড়ে শোনাতে পারবে পিসি।
* সুবিধামত স্পীচে টেক্সট শোনার সুবিধা।
কী-ফিচার:
* সিংগল আর্টিকেল এবং মাল্টি আর্টিকেল মোড
* অটো ক্লিপবোর্ড, ডকুমেন্ট ইমপোর্ট, হট-কী, ড্রাগ এন্ড ড্রপ
* Word, PDF এবং HTML ডকুমেন্ট সাপোর্ট
* WAV, MP3 এবং WMA সাপোর্ট
* প্রুফ রিড টুলস সুবিধা
* ইন্টারনেট এক্সপ্লোরারের ওয়েব পেজেস শোনার জন্য প্লাগ-ইনস ইত্যাদি।


Download from server 1
Download from server 2
সফটওয়্যারটির মূল্য ২৯ ডলার। চিন্তার কোন কারন নেই, আমি আপনাদের দিচ্ছি ফুল ভার্সন একদম ফ্রী তে। ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

Blog Archive

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now