Saturday, December 26, 2015

Trafficmonsoon থেকে আয় করুন অনলাইন জগতে সবচেয়ে বিস্বস্ত সাইট।


How to open trafficmonsoon account???
1. Goto here click to open account   ( jodi problem hoy taile vuleo paknami koira id korben na, enroller name a Md. Masud Howlader ace kina check korben , oikhane trafficmonsoon asle id korar dorkar ni, amake inbox korben , ami id kore dibo )
2. Click Register button on the top
3. Then fill up your name,password and all needed information ( use real info )
4. enter withdraw code at least 5 number which is needed when you will withdraw
5. Now after that confirm your email from your gmail/yahoo account
6. The payza filed keep blank and give your email id in the solidtrust filed if you have no payza account
7. If you need payza account just conatct with me in facebook Sabbir Al Hasan
8. If you have any problem for signup under my referral just contact in facebook
9. I will help you if you signup under my refferal link
10. Thank you.

আপনার যা যা প্রয়োজন হবেঃ
*ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার / laptop/ বা এন্ড্রয়েড ফোন হলেও হবে।
*একটি ইমেইল একাউন্ট।
* ১টি paypal/ payza account. account খোলার আগেই paypal/payza account খুলতে হবে। acount খোলার সময় paypal/payza এর email দিতে হবে। (বাংলাদেশে paypal support করে না, তই payza দিয়ে dollar withdraw করাই ভালো। যাদের পেজা নেই তারা www.payza.com থেকে একাউন্ট খুলে নিন।
* দিনে সর্বোচ্চ 20 মিনিট সময়
* আর সবথেকে বেশি প্রয়োজন আপনার ইচ্ছা ও ধৈর্য্য।
কাজের ধাপঃ 1. সঠিকভাবে একাউন্ট তৈরি করা।
2. সব এড সময় মতো দেখা।
3. রেফারেল বানানো।
4. 10 টি surf এড নিয়মিত দেখা। (Referral থাকলে আবশ্যক)
5. ডলার ক্যাশ আউট করা। অর্থাৎ টাকা আয় থেকে শুরু করে হাতে পাওয়ার A to Z.
এবার কাজ শুরু করা যাকঃ 1. সঠিকভাবে একাউন্ট তৈরি করাঃ প্রথমে আপনাকে Trafficmonsoon রেজিস্টার করতে হবে। রেজিস্টোর করতে Click here ক্লিক করুন। REGISTER করতে এইখানে CLICK করুন
এবার সাইটের হোম পেইজটি আসবে এখান থেকে Signup button এ ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার একাউন্টটি তৈরি করুন।
এবার যে পেইজটি আসবে তাতে ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার Trafficmonsoon একাউন্টটি তৈরি করুন। * First Name : or Last Name : (এখানে আপনার নাম দিন)
* Phone: (এখানে আপনার মোবাইল নম্বার দিন)অবশ্যই আপনি সবসময় যে নাম্বার ব্যবহার করেন সেই নাম্বার দিবেন।
* Email Address : (এখানে আপনার ইমেইল একাউন্টটি দিন। এই একাউন্টে আপনার একাউন্টের সকল তথ্য দেওযা হবে) * Retype E-mail: (একই ইমেইল একাউন্ট আবার দিন।)
* Enter Username: (এখানে একটি ইউজার নেইম নির্বাচন করুন। এর মধ্যে কোনো স্পেইস হবে না)
* Setup a Withdraw Code & Retype Code: (এখানে চার ডিজিটের বেশি একটি পিন নম্বার দিন। ডলার withdraw করার সময় এই পিন দিতে হবে। এই pin টি মনে রখবেন)
* Define Password (Letters and Numbers): or Retype Password: (এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিন।)
* Payment Information: (এখানে যদি আপনার এতিমধ্যে পেইজা অথবা পেপাল অথবা ‍সলিডসার্স্টে একাউন্ট থাকে তাহলে দিয়ে দিন। (বাংলাদেশে paypal support করে না, তই payza দিয়ে dollar withdraw করাই ভালো।
এবার I understand and fully agree to ট্রাফিকমনসুন Terms and Conditions Including that any purchase of service is non-refundable. মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন।
এবার আপনি একটি সমস্যা দেখতে পারেন যে, সাইট আপনাকে বলবে আপনার আইপি দিয়ে ইতিমধ্যে একটি একাউন্ট খুলা হয়েগিয়েছে। এখন আপনি কি করবেন।
আমি বলে দিচ্ছি, আপনি আপনার মডেমটি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করুন। অথবা মোবাইলের ডাটা অফ করে আবার অন করুন যতক্ষণ এই সমস্যা করবে ততক্ষণ এইরকম করতে হবে। এবার Setup a Withdraw Code: or Retype Code: এবং Define Password (Letters and Numbers): or Retype Password: গুলো আবার আগের মত দিয়ে “Proceed” এ ক্লিক করুন। যদি আবারও না হয় তাহলে এভাবে দুই তিনবার চেষ্টা করার পরই একাউন্ট তৈরি হয়ে যাবে। “procced” button এ click করলে যদি আসে যে A verification code was sent to your account তাহলে বুঝবেন আপনার account হয়ে গেছে। এখন আনার gmail/ yahoo তে log in করুন। যদি উপরের লিখার মত না আসে তাহলে আপনার internet connection Disconnect করে আবার connect করে কয়েক বার চেষ্টা করুন, আসা করি হয়ে যাবে। (Note: IP সমস্যা এর জন্য এমন না হতে পারে। এ সমস্যা দূর করতে ইন্টারনেট Connection Off করে On করুন।
বেশ কিছুবার করতে হতে পারে। তবে Register Under System এ যাবেন না।) এবার আপনাকে আপনার Trafficmonsoon একাউন্ট ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে আপনার ইমেইল একাউন্ট চেক করুন। ট্রাফিকমনসুন থেকে আপনাকে একটি ইমেল দেওয়া হবে। ইমেইলে আপনার একউন্টের তথ্যসহ আপনার একাউন্ট একটিভ করার একটি লিংক দেওয়া হবে। লিংকটিতে ক্লিক করে আপনার একাউন্টে পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগিন করুন। আপনার একাউন্ট তৈরির কাজ শেষ।
2. সব এড সময় মতো দেখাঃ একাউন্ট তৈরি করার পর আপনার কাজ হল প্রতিদিন নিয়মিত এডগুলো দেখা। এড দেখতে দিনে ২-৩ বার প্রতি ৩-৪ঘণ্টা পর পর account এ একাউন্টে লগিন করুন। [একাউন্টে লগিং করার সময়ও IP সমস্যা হবে। সমস্যা হলে মডেম ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে লগিন করুন। মোবাইল হলে ইন্টারনেট কানেকশন অফ করে আবার অনকরুন কয়েকবার করতে হতে পারে] লগিন করে কিছু এড পাবেন এড ভেলু 0.01 ও 0.02 হয় প্রতিদিন এই সাইট তিনবার এড দেয় তিনবারে ১০-২০ টি এড কিংবা মাঝেমাঝে আরো বেশি এড দেয়। প্রতিদিন নিয়মিত এডগুলো দেখুন। প্রতিদিন রাত ১২টার পর; সকাল ৬ টার আগে ও পরে সন্ধ্যে ৬ টার পর এড দেয় তারপর পর আবার বিকালেও কিছু কিছু এড দেয় তবে প্রতিদিন দেয় না। ads দেখার ধাপ সমুহ… account এ login করে নিচে গেলে নিচের picture এর মত দেখতে পাবেন।


তবে রেজিস্টার করার সাথে সাথে এতো add নাও পেতে পারেন, তবে ২-৩ ঘন্টা পর পেয়ে যাবেন। তখন সবুজ জায়গায় ক্লিক করলে নিচের ছবির মত আসবে
তখন claim button click করে নিচের ধাপ সমুহ অনুসরন করুন… claim button এ click করলে নিচের picture এর মত আসবে…
কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের মত আসবে।


তখন captcha টা box এ সংখ্যা লিখে “credit click” button এ click করুন। box এ সংখ্যা লিখে “credit click” button এ click করলে নিচের মত আসলে বুঝবেন আপনি সফল ভাবে


ad দেখেছেন। এমন আসলে বুঝবেন আপনার earn হয়েছে। তখন আপনার account এ $ যোগ হয়ে গেছে। এখন “back to account” button এ click করে এভাবে সব ad গুলো 3-4 ঘণ্টা পর পর দিনে 4-5 বার account এ log in করে দেখুন।
3. রেফারেল বানানোঃ এই সাইটের সবচেয়ে ভাল দিক হচ্ছে ১০০% রেফারেল কমিশন। আপনি যেভাবে ১০-২০ সেন্ট প্রতিদিন পাবেন ঠিক একই ভাবে আপনার রেফারেল যদি নিয়মিত কাজ করে তাহলে আপনার রেফারেল থেকে আপনি আরও ১০-২০ পাবেন প্রতিদিন। তাহলে আপনার যদি ১ জন রেফারেল থাকে তাহলে আপনি প্রতিদিন আয় করতে পারবেন ১০ + ১০ = ২০ সেন্ট। এখন আপনি যত বেশি রেফারেল করতে পারবেন আপনি তত বেশি আয় করতে পারবেন এখন আপনি যদি প্রথম দিনই ২০ জন রেফারের বানাতে পারেন তাহলে আপনার প্রতিদিন আয় হবে, যদি ১০ সেন্টের এড দেয় তাহলে, ১০ × ২০ = ২ ডলার + আপনার আয় ১০ সেন্ট মোট ২ ডলার ১০ সেন্ট এখন আপনি এইভাবে যত বেশি রেফারেল করতে পারবেন আপনার আয় তত বেশি হবে।
4. ১০টি surf এড নিয়মিত দেখাঃ আপনি যখন রেফারেল বানাবেন যদি আপনি এই এডগুলো না দেখেন তাহলে আপনার একাউন্টে আপনার রেফারেলের আয় আসবে না। লগিং করার পর সামান্য নিচে “Start Surfing” বাটনে ক্লিক একটি এড দেখে “Next“-এ ক্লিক করলে আরও একটি এড অপেন হবে এভাব মোট ১০টি এড দেখে “Back to Account” বাটনে ক্লিক করে আপনার একাউন্টে চলে আসুন এখন দেখতে পাবেন “Start Surfing” এর নিচে একটি টাইম শুরু হয়েছে ২৪ ঘন্টার। এই ২৪ ঘন্টার মধ্যে আপনার যত রেফারেল যতটি ক্লিক করবে আপনি সব ক্লিকের ১০০% কমিশন পাবেন। তাই এই ১০টি এড দেখা খুব প্রয়োজন কতটা earn হবে এই সাইট থেকে। এখানে আপনি 0.15 এর এড প্রতিদিন sure পাবেন। আপনার ১ টা রেফারেল থাকলে পাবেন সেই পরিমান কমিসন। মানে আপনার এক দিনের আয় হল ০.৩$. এখন ভাবুন ১০ তা রেফারেল হলে কি হবে, ১০x০.15=1.5$। শুরু করার ক্ষেত্রে ভাল আয়। মাসে আয় হচ্ছে ৩০x১.৫=৪৫ আর কি চায়। আয় বারাতে শুধূ রেফারেল বারান,ব্যাসসসসস। ছাত্রদের জন্য এটি খুব ভাল উপায়, কেননা এতে বেশি সময় লাগে না আর যা টাকা পায় তাই জমা করতে পারে। ১ বছরে ২০ টা রেফারেল থাকলেই ১২x৯০=১০৮০$ যা টাকাতে ৮১০০০ টাকা। এটা তো তারা পড়াশোনা করতে টাকার অসুবিধা হলেও কাজে লাগাতে পারে, তাই না কি? আর সময়ও কম লাগে তাই পড়ারও ক্ষতি হবে না।







Saturday, October 24, 2015

দেখে নিন কোন প্লেয়ার খেলছেন কোন দলে


গতকাল হয়ে গেলো বিপিএল টি-টুয়েন্টি ২০১৫ আসরের খেলোয়াড়দের নিলাম। প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে প্রতিটি দল তাদের খেলোয়াড় পছন্দ করেন। দেখে নিন কোন দলে রয়েছেন আপনার কোন প্রিয় তারকা।



ঢাকা ডায়নামাইটস:

দেশি: নাসির হোসেন (আইকন), মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হাসান, ইরফান শুক্কুর।

বিদেশি: কুমার সাঙ্গাকারা, সোহেল খান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, শাহজিব হাসান, মোহাম্মদ ইরফান, রায়ান টেন ডেসকাট, ডেভিড মালান।



চিটাগং ভাইকিংস:

দেশি: তামিম ইকবাল (আইকন), এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম,
এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ, নাফিস ইকবাল।

বিদেশি: সাঈদ আজমল, জীবন মেন্ডিস, রবিন পিটারসন, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ আমির, এলটন চিগুম্বুরা, চামারা কাপুগেদারা।




বরিশাল বুলস:

দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলাম।

বিদেশি: ক্রিস গেইল, কেভন কুপার, আরভিন লুইস, ব্রেন্ডন টেলর, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, ইমাদ ওয়াসিম।




সিলেট সুপারস্টার্স:

দেশি: মুশফিকুর রহিম (আইকন), রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন, আবু সায়েম।

বিদেশি: শহিদ আফ্রিদি, রবি বোপারা, ব্র্যাড হজ, সোহেল তানভীর, ক্রিস জর্ডান, জশুয়া কব, অজন্তা মেন্ডিস।




কুমিল্লা ভিক্টোরিয়ানন্স:

দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার, ধীমান ঘোষ।

বিদেশি: শোয়েব মালিক, সুনিল নারাইন, মারলন স্যামুয়েলস, ক্রিশমার সান্টোকি, আহমেদ শেহজাদ, ড্যারেন স্টিভেন্স, নুয়ান কুলাসেকারা, আন্দ্রে রাসেল, লাহিরু থিরিমান্নে।




রংপুর রাইডার্স:

দেশি: সাকিব আল হাসান (আইকন), সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, মুক্তার আলী, সাকলাইন সজীব, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খান, রাসেল আল মামুন।

বিদেশি: ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে, মোহাম্মদ নবি, ওয়াহাব রিয়াজ।

Saturday, October 17, 2015

জিপিতে ফ্রী ২০/৪০ টাকা FlexiLoad নিয়ে নিন মোবিক্যাশ থেকে, যারা পান নাই তাদের জন্য। (Updated)


আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই ? আশা করি টেকটিউনের সাথে ভালই আছেন। এটি একটি সাময়িক অফার মাত্র। এই অফারটি শুধু মাত্র গ্রামীনফোণ প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

এটা হলো MobiCash এ একাউন্ট তৈরী করার মাধ্যমে বোনাস হিসেবে ২০ টাকা ফেক্সিলোড, যেটা একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার নিতে পারবে।

জিপি তাদের MobiCash এ একাউন্ট তৈরীর পদ্ধতী পরিবর্তন করায় বিকল্প পদ্ধতী দেওয়া হলো।চলুন এবার দেখে নেয়া যাক কিভাবে MobiCash এ রেজিস্ট্রেশন করবেন…

জিপি তাদের একাউন্ট খোলার পদ্ধতী পিরবর্তন করার কারনে আমরা এবার USSD কোড ডায়েল করার পরিবর্তে ম্যাসেজ দিয়ে একাউন্ট খুলবো।

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “Tket” আর পাঠিয়ে দিন 1200 নাম্বারে।

এবার লক্ষ করুন আপনার মোবাইলে MobiCash Account Created Successfully… এ রকম একটা ম্যাসেজ এসেছে, এবং ডিফল্ট পাসওয়ার্ড ০০০০।

একাউন্ট খোলা তো হলো, এখন ২০ টাকা বোনাস কেমন করে পাবেন সেটা দেখুন…

এখন আপনার মোবাইল থেকে *777# ডায়াল করে ৩ নম্বর থেকে My Mobicash সিলেক্ট করুন, তারপর Pin Change সিলেক্ট করতে ৪ চাপুন এবং আপনার পাসওয়ার্ড চেঞ্জ করুন। (Old পাসওয়ার্ড ০০০০ দিন)

পাসওয়ার্ড পরিবর্তন শেষ হলে আবার *777# ডায়াল করে ৩ নম্বর থেকে My Mobicash সিলেক্ট করুন, তারপর Balance Enquiry করতে ৩ চাপুন, আর আপনার পাসওয়ার্ড দিয়ে Balance দেখুন…২০টাকা তাইনা। 😀

[বিঃদ্রঃ পাসওয়ার্ড পরিবর্তন না করলে ২০টাকা বোনাস পাবেন না]

এখন আপনার একাউন্ট থেকে ফেক্সিলোড করার পালা, ফেক্সিলোড করার নিয়ম আপনারা অনেকেই হয়তো পারেন তবুও দিচ্ছি।।

প্রথমে আপনার গ্রামীনফোন সিম দিয়ে ডায়াল করুন, *777#

ফিরতি বার্তার অপশন থেকে ফ্লেক্সিলোড অপশন বেছে নিতে 1 চাপুন।

পরবর্তী ধাপে আপনার নিজের সিম Prepaid হলে ১, Postpaid হলে ২ চাপুন।

এখন আপনার নিজের সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ১, অন্য সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ২ চাপুন।

এখানে আপনার টাকার সংখ্যা লিখুন ২০।

তারপর আপনার পিন নম্বর চাবে, পিন কোড দিন। (সাবধান, পিনকোড 3 বার ভূল হলে আপনাকে ব্লোক করে দিবে)

Wednesday, August 26, 2015

যারা ইংরেজি ভাষায় দক্ষতা নিতে চান তাদের জন্যে এই টিউন।


আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমার টিউনটি IELTS নিয়ে।



IELTS কি ?

আইইএলটিএস' হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। IELTS (The International English Language Testing System)। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের অনেক দেশে উচ্চশিক্ষা কিংবা ভিসার আবেদন করতে ভালো আইইএলটিএস স্কোর থাকতে হয়। আইইএলটিএস পরীক্ষাপদ্ধতি দুই ধরনের, ‘একাডেমিক’ ও ‘জেনারেল’। উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের ‘একাডেমিক আইইএলটিএস’ টেস্টে অংশ নিতে হয়। যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারে। এ জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।



মুলকথা ইংরেজি ভাষায় দক্ষতার জন্যে IELTS গুরুত্বপূর্ণ একটি দিক...





আমার কাছে কিছু IELTS এর CD আছে যা আমি আপনাদের অনুমতি পেলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার মধ্যে থেকে একটি শেয়ার করলাম এবং আপনারা চাইলে বাকি CD গুলো শেয়ার করব



ডাউনলোড করুন Cambridge IELTS 1



আমার কাছে কিছু IELTS এর CD আছে যা আমি আপনাদের অনুমতি পেলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার মধ্যে থেকে একটি শেয়ার করলাম এবং আপনারা চাইলে বাকি CD গুলো শেয়ার করব। দয়া করে মতামত জানাবেন।





টিউন এর কোন যায়গায় ভুল হলে ক্ষমা করবেন

দয়া করে মতামত জানাবেন

টিউন এর কোন যায়গায় ভুল হলে ক্ষমা করবেন।

[Windows হ্যাকিং] হ্যাক করুন আপনার বন্ধুর বা আত্মীয়ের কম্পিউটার এর Windows লগইন পাসওয়ার্ড এন্ড শিখুন কিভাবে Windows পাসওয়ার্ড Bypass করতে হয়। যার পাসওয়ার্ড হ্যাক করবেন সে জানতে ও পারবে না। [Easy & Full Guide]

আপনি কি আপনার windows XP, Vista, 7, 8 or 8.1 logon password ভুলে গেছেন ? আপনি কি আপনার বন্ধুর বা আত্মীয়ের কম্পিউটার অ্যাক্সেস করতে চান ?? 😛
আজ আমি দেখাবো কি করে একটি windows এর পাসওয়ার্ড হ্যাক করবেন অথবা বাইপাস করবেন।
এর জন্য অমরা Kon-Boot টুল Use করব। এটা একটি পেইড সফটওয়্যার but কোন সফটওয়্যার crack করা যায় না? So .

Features of Kon-Boot

It Can Bypass Windows XP, Windows Vista, Windows 7, Windows 8, Windows 8.1 and Windows 10
Kon-Boot is now able to bypass online account authorization on Windows 8/8.1
It will not overwrite your old password,it means that you can easily access you Friend’s or relative’s PC without getting caught :p
Fast, tiny and gets your job done !
What’s New ?

Windows 10 Supported (Offline only)
Steps To Bypass Windows Log-on using Pen-Drive

1.Download করুন and Extract করুন Kon-Boot
2.আপনার Pen-drive Plug in করুন
3.এখন “usb_install_RUNASADMIN.bat” কে “Run As Administrator” দিয়ে ওপেন করুন [select and right click ur mouse,u will see “Run As Administrator”]
4.After Process Completion, Reboot you computer
5.এখন আপনার pen-drive Ready for Action

Note:ভিডিও দেখুন কিভাবে করবেন।ফলো ভিডিও guide.

2nd Part.

1.যে কম্পিউটার হ্যাক/bypass করবেন সে কম্পিউটারে আপনার pen-drive প্লাগ ইন করুন।
2.এখন ওই কম্পিউটার কে রিস্টার্ট দিয়ে BIOS settings থেকে Boot from USB দেখিয়ে দিন.মানে আপনাক BIOS settings এর বুট মেনু থেকে Pen-drive দেখিয়ে দিতে হবে.যে রকম করে আমরা windows সেটআপ দিবার সময় পেন-ড্রাইভ সিলেক্ট করে দেই
3.installation procdure ফলো করুন।
4.Booting process শেষ হবার পরে আপনি লগইন করতে পারবেন পাসওয়ার্ড ছাড়া।
5.জাস্ট ক্লিক "Enter "
Enjoy. :-) 😛
#Pen drive রিমুভ করে কম্পিউটার রিস্টার্ট দিন,কম্পিউটার আবার নরমাল হয়ে যাবে।

DOWNLOAD HERE ALTERNATIVE LINK

ভিডিও দেখুন কিভাবে করবেন।ফলো ভিডিও guide.

নতুন অফার গ্রামীণফোনে ২Mbps স্পিডে 1GB ইন্টারনেট নিয়ে নিন মাত্র ১০টাকায়


আসা করি সবাই ভালো আছেন।টাইটেল দেখেই বুজে গেছেন আমি কি বলতে চাচ্ছি।গ্রামীণফোন দিচ্ছে ১০ টাকায় ২ এমবিপিএস স্পীডে ১ জিবি ইন্টারনেট মাত্র ১০ টাকায়।এটি কোনো স্পেশিয়াল গ্রাহক অফার না।তবে সর্ত ছাড়া এখন কিছু পাওয়া যায় না।ভাই কিছু মনে করবেন না আপনারা নিজেরাই সর্ত গুলো সাইট থেকে দেখে নিনঃ

1 জিবি ইন্টারনেট শর্তাবলী

নিচের শর্ত অনুযায়ী কাজ করুনঃ

১। প্রথমে *৫০০০*৯# Dial করে দেখুন অফারটি আপনার জন্য আছে কিনা।

২। যদি ১০ টাকায় ১ GB অফারটি থাকে তাহলে *৫০০*৯১# Dial করে কিনতে পারবেন।

৩। এবার যত খুশি ১ GB নিন। আমি ১০ বার নিসি।

৪। wow box দিতে gb র মেয়াদ বাড়িয়ে নিন।
ভাল থাকবেন।কোন ভুল হলে মাফ করবেন। আল্লাহ হাফেজ।

Sunday, August 23, 2015

কন্ঠ পরিবর্তন করে ফোন করুন আপনার বন্ধুকে। নিয়ে নিন ছোট একটি Android Software


কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।

আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এন্ড্রয়েড এপ শেয়ার করব। এই এপটি একটি মজার এপ। এই এপের সাহায্যে আপনি আপনার বন্ধুকে কন্ঠ পরিবর্তন করে ফোন করে চমকে দিতে পারবেন। এই এপের সাহায্যে কল করার সময় কন্ঠ পরিবর্তন করা যায়। তাহলে আপনার হয়ত বুঝতে বাকি নেই এটা কি ধরণের এপ। আপনার প্রয়োজন হলে নিতে পারেন।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Call Voice Changer.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Call Voice Changer free

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

Saturday, August 15, 2015

আপনার জাতীয় পরিচয়পত্র হারালে, ভুল থাকলে অথবা নতুন করতে গেলে কি করবেন??? টিউনটি অবশ্যই দেখবেন।

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?
এছাড়াও অনেককেই জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে ভোগান্তি পোহাতে হয়। আবার যারা নতুন পরিচয়পত্র করতে চান তারাও এ বিষয়ে অনেকে অজ্ঞ। কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয় জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করলে আশা করি সবাই উপকার পাবেন।

পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ এবং ঠিকানা সংশোধন কিংবা বদল করতে হতে পারে। এ জন্য প্রার্থীকে সাদা কাগজে ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প’- এর পরিচালকেরকাছে আবেদন করতে হবে। এই আবেদন আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প কার্যালয়ে পাওয়া ছক বা ফরমেও করা যায়।

ফরম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দেওয়ার পর সেখান থেকে প্রাপ্তি স্বীকারপত্র (প্রাপ্তি নম্বরসংবলিত) দেওয়া হয়। এতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ উল্লেখ থাকবে। এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে।

নাম সংশোধনঃ কেউ পরিচয়পত্রে থাকা নিজের নাম, পিতা, স্বামী কিংবা মাতার নাম সংশোধন করতে চাইলে তাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-

১। এসএসসি বা সমমান সনদ
২। নাগরিকত্ব সনদ
৩। জন্মনিবন্ধন সনদ
৪। চাকরির প্রমাণপত্র
৫। পাসপোর্ট
৬। নিকাহনামা
৭। পিতা, স্বামী কিংবা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই সত্যায়িত হতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ করা নথির যার যেটি আছে, শুধু সেটি দিলেই চলবে। যেমন, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম, তাকে এসএসসি বা সমমানের সনদের ফটোকপি জমা দিতে হবে না। আবার কেউ যদি চাকরি না করেন, তাকে চাকরির প্রমাণপত্র দিতে হবে না। আবার
পাসপোর্ট না থাকলে তা দেয়ার দরকার নেই।

নাম পরিবর্তনঃ
জাতীয় পরিচয়পত্রে নিজের নাম বদল করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি (শিক্ষাগত যোগ্যতা এর নিচে হলে দেয়ার দরকার নেই), বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত নাম পরিবর্তনসংক্রান্ত বিজ্ঞাপনের কপি। নাম পরিবর্তনের জন্য প্রার্থীকে শুনানির দিন প্রকল্পের কার্যালয়ে কাগজপত্রের মূল কপিসহ হাজির হতে হবে।

স্বামীর নাম সংযোজন বা বাদ দেওয়াঃ
বিয়ের পর কেউ জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম যুক্ত করতে চাইলে তাকে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আর বিবাহবিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে
আবেদনকারীকে তালাকনামার সত্যায়িত কপি জমা দিতে হবে।

পিতা বা মাতার নাম পরিবর্তনঃ
পিতা বা মাতার নাম পরিবর্তন করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমান
পরীক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড। পিতা বা মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা বা মাতা বা উভয়ে মৃত হলে দিতে হবে ভাই বা বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা-মাতার নাম পরিবর্তনের ক্ষেত্রে
সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারেন।

জন্মতারিখ সংশোধনঃ
যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের, তাদের আবেদনপত্রের সঙ্গে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হতে পারে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের কম, তাদের জন্মতারিখ সংশোধনের জন্য আবেদনপত্রের সঙ্গে
জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগের তারিখে পাওয়া সার্ভিস বুক বা এমপিওর কপি, ড্রাইভিং
লাইসেন্স, জন্ম সদন, নিকাহনামা, পাসপোর্টের কপি প্রভৃতি। এ ক্ষেত্রে প্রকল্প কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা
বা প্রকল্প পরিচালক আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে থাকেন। এ ছাড়া দরকার হলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয়।

ঠিকানা সংশোধনঃ
জাতীয় পরিচয়পত্রে থাকা বর্তমান
ঠিকানা ও ভোটার এলাকা বদল করার
সুযোগ আছে। তবে সারা বছর সেই সুযোগ
মেলে না। এটা শুধু ভোটার তালিকা
হালনাগাদ করার সময় করা যাবে।
বর্তমানে হালনাগাদ করার কাজটি করা
হয় শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।
সারা বছর ভোটার এলাকা বদলের সুযোগ
থাকে না কেন, জানতে চাইলে প্রকল্পের
কমিউনিকেশন অফিসার দেবাশীষ কুণ্ডু
বলেন, ‘আমাদের দেশে ইউনিয়ন পরিষদ,
পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন ও
জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে
হয়। দেখা যায়, একই বছর একাধিক
নির্বাচন হয়। একই বছরে কেউ যাতে
ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি
করপোরেশন নির্বাচনে ভোট দিতে না
পারেন, তাই সারা বছর ভোটার এলাকা
বদলের সুযোগ দেওয়া হয় না।’ হালনাগাদ
করার সময় ভোটার এলাকা বদল করতে হলে
নতুন ঠিকানার উপজেলা বা থানা
নির্বাচন অফিস থেকে দেওয়া ফরম-১৩
অথবা ফরম-১৪ পূরণ করে উপজেলা বা
থানা নির্বাচন অফিসে আবেদন করতে
হবে। তবে ঠিকানা পরিবর্তন না করে
সংশোধন (বানান, বাড়ির নম্বর, সড়ক নম্বর
ভুল থাকলে) করার সুযোগ ঢাকার প্রকল্প
কার্যালয়ে রয়েছে।এ ছাড়া স্থায়ী
ঠিকানা পরিবর্তন বা এর কোনো তথ্য
সংশোধনেরও সুযোগ আছে। ঠিকানার
ছোটখাটো ভুল সংশোধন বা স্থায়ী
ঠিকানা পরিবর্তনের সুযোগ সারা বছরই
থাকে। এ জন্য আবেদনপত্রের সঙ্গে
প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে
জমা দিতে হবে পরিবারের কোনো
সদস্যের পরিচয়পত্রের কপি, গ্যাস, বিদ্যুৎ,
টেলিফোন বিলের যেকোনো একটির
কপি বা কর দেওয়ার কপি। আরও জমা
দিতে হবে চেয়ারম্যান বা ওয়ার্ড
কাউন্সিলরের প্রত্যয়নপত্র। স্থায়ী
ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ওই
ঠিকানায় নিজের নামে বা পিতা বা
মাতার নামে থাকা জমি বা ফ্ল্যাটের
দলিলের সত্যায়িত ফটোকপিও জমা
দিতে হবে।

হালনাগাদ কর্মসূচির পরিচয়পত্র সংশোধনঃ
২০০৯ সালে হালনাগাদ কর্মসূচির সময় যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে তাদের ২০১০ সালের ডিসেম্বরের পর প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
Best Java, Android Games, Apps

পরিচয়পত্র হারিয়ে গেলেঃ
পরিচয়পত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর বা আইডি নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডির মূল কপিসহ প্রকল্প কার্যালয় থেকে নেওয়া ছকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়।

নতুন জাতীয় পরিচয়পত্র পেতে হলেঃ
বাংলাদেশে কারও বয়স ১৮ বছর হলেই
কেবল তিনি ভোটার তালিকায় নাম
ওঠাতে পারবেন। দেশের প্রতিটি
উপজেলায় সার্ভার স্টেশন তৈরির
প্রক্রিয়া চলছে। এসব স্টেশনে ভোটার
তালিকা তৈরি ও বিতরণের কাজ করা
হবে। এগুলোয় কার্যক্রম শুরু হলে যখন যার
বয়স ১৮ বছর হবে, তখন তিনি ভোটার
তালিকায় নাম ওঠাতে পারবেন। এখন ১৮
বছর পূর্ণ হওয়া মাত্রই জাতীয় পরিচয়পত্র
তৈরির সুযোগ থাকছে তাদেরই, যাদের
চিকিৎসা, পড়াশোনা বা কাজের জন্য
বিদেশে যেতে হবে। এ জাতীয় কোনো
প্রয়োজনীয়তার প্রমাণ দেখাতে হবে।


যোগাযোগঃ
ভোটার তালিকাসংক্রান্ত বিস্তারিত
তথ্য জানতে হলে যোগাযোগ করতে হবে
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং
জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা
প্রদান প্রকল্পের আগারগাঁওয়ের ইসলামিক
ফাউন্ডেশন ভবনের সপ্তম তলার
কার্যালয়ে।


মোবাইল নাম্বার Track করুন খুব সহজে। নিয়ে নিন ছোট একটি Android Software। এবার Track হবেই।

কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।
Best Java, Android Games, Apps

আমি আপনাদের আজ এমন একটি উপহার দেব যার সাহায্য নিয়ে আপনি ট্রাক করতে পারবেন যে কারো মোবাইল নাম্বার। তবে আপনাকে একটু কষ্ট করতে হবে। আজ আমি আপনাদের যে এপটি উপহার দেব সেটা কুনো ট্রাকিং এপ না। এটা একটি গাইডলাইন। কিভাবে আপনি কুনো মোবাইল নাম্বার ট্রাক করবেন তা ধাপে ধাপে দেওয়া আছে। আমার বিশ্বাস আপনি এই গাইডলাইন দিয়ে সফল হতে পারবেন। তাহলে আপনি বুঝতেই পারছেন এটা কি ধরনের এপ।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Track a Mobile Number.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Click Here to Download
আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

মোবাইল চুরি হয়ে গেলেও সেইভ করা নাম্মার হারানোর ভয় নেই আর।জানুন আপনার মোবাইল এখন কোথায়,কোন লোকেশন এ অবস্থান করছে।


গুরত্বপূর্ন সব নাম্বার সেইভ করা রয়েছে মোবাইলে? ভূলে মোবাইল বাসায় রেখে আসছেন?,এখন সেইভ করা জরুরী নাম্বাগুলি দেখার প্রয়োজন পড়েছে?হারিয়ে যাওযা মোবাইলের লোকেশন জানতে চান?তাহলে এই টিউনটি আপনার জন্যই।

সর্বপ্রথম সবাই আমার সালাম গ্রহন করুন,আসসালামু আলাইকুম।প্রথমে টিকটিউনস কে ধন্যবাদ যার কারনে আমি এখানে কিছু শিখতে এসে আপনাদেরকে শিখাতে পারছি।আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমি জানি আমার পূর্ববতী টিউনগুলো দেখার পর অনেকেই দীর্ঘ প্রতিক্ষায় রয়েছেন আমার পরবর্তী টিউন দেখার জন্য।অনেকেই ফেইসবুক আমাকে ধন্যাবাদ দিয়েছেন।আমি সত্যিই আপনাদের ভালবাসার পাত্র হতে পেরে কৃতঞ্জ। কথা বাড়াব না আর।সরাসরি প্রসঙ্গে চলে যাচ্ছি-মোবাইলে সাধারানত আমরা প্রয়োজনীয় ব্যক্তিবর্গের নাম্বার সমূহ সেইভ করে রাখি।কিন্তু বিভিন্ন কারনে সেই নাম্বার যদি হারিয়ে যায় তাহলে সত্যিই খুব কষ্ট পেতে হয় এবং বিভিন্ন অসুবিদার সৃষ্টি হয় তাই না?।আজ আমি আপনাদের দেখাব কিভাবে সেইভ করা নাম্বার সমূহ অনলাইন সাভারে রাখা হয়। এবং পরিবতীর্তে তা ডাউনলোড করা হয়।আর এগুলো যেই মোবাইল apps এর মাধ্যমে করা হয়।তার নাম-NetQin Contacts Sync
নিন্মে এই সফটওয়্যারের সুবিধাসমূহ আলোচনা করা হলঃ-

১.মোবাইলের সেইভ করা সকল নাম্বারগুলো ছবি সহ অনলাইন ডাটাবেজে সেইভ হবে।

২.যে কোন ব্রাউজার থেকে user ID এবং password দিয়ে সেইভ করা নাম্বারগুলি দেখা যাবে।

৩.অটো Backup নিয়ে নিবে।এবং খুব অল্প পরিমান ইন্টারনেট খরচ হবে।সবোচ্চ 1Kb পযর্ন্ত।

৪.যে কোন সময়,যেকোন মোবাইল থেকে Contracts গুলো restore and download করা যাবে।

৫.অনলাইনে বসে মোবাইলের অবস্থান জানা যাবে।এবং তা locked করে দেওযা যাবে।

৬.সব সেবা সমূহ সম্পূর্ন ফ্রি।

৭.আপনার password ব্যাতিত অন্যকেউ আপনার সেইভ করা ডাটা দেখতে পারবে না।

সুতরাং এখন বুঝতেই পারছেন যে এর উপকারিতা কতটুকু। এখন সরাসরি কাজের ধাপের দিকে চলে যাচ্ছি,খেয়াল করে লক্ষ্য করুন-



১. প্রথমে আপনাকে আপনার মোবাইলে play store এ গিয়ে সাচ বাটনটিতে ক্লিক করে লেখতে হবে NetQin Contacts Sync যা নিচের চিত্রে দেওযা আছে-

২.যদি google play store Install করা না থাকে আপনার ট্যাব বা মোবাইটিতে তাহলে এখানে ক্লিক করে এই সফটও্যারের ‍.apk file, এখনি ডাউনলোড করে নিন- Download

৩.যদি আপনার সিম্বিয়ান ফোন হয় তাহলে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন- Download
৪.Iphone এর জন্য-Download
এখন ➡ ➡ ➡ ➡

৫.সফটও্যারটি ডাউনলোড হওয়ার পর Install করে তাপর ওপেন করলে এমন একটি screen আসবে।
এখান থেকে(backup contracts) আপনার সকল নাম্বার সমূহ অনলাইন সাভারে সংরক্ষিত করে রাখতে পারবেন।

➡ আপনার ইমেইল এড্যাস প্রদান করুন এবং আপনার ইচ্ছা অনুয়ায়ী একটি পাসওয়াড প্রদান করুন। 💡



৪.যে কোন Android ফোন,Iphone,Nokia Phone, এ আপনি আপনার সেইভ করা কন্টাকস গুলো রিস্টোর করে দেখতে পারবেন। নিন্মে যেভাবে দেখানো হল সেভাবে। ➡ Restore Contacts

৫.এখন যে কোন জায়গা থেকে এই ওয়েব সাইটে ➡ http://inetqin.com আপনার ইমেইল এবং পাসওযার্ড দিয়ে সেইভ করা নাম্বার সমূহ দেখতে পারবেন।
৬.লোকেশন সেট করতে পারবেন।এতে করে চুরি হয়ে গেলেও আপনি চোর এর অবস্থান ট্রাক করতে পারবেন।এবং মোবাইলটি আপনার ভাগ্যে থাকলে পুনঃউদ্ধার করতে পারবেন। 😀 😀 এজন্য,অবশ্যই মোবাইলটিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
সুতরাং উপরের screen shot থেকে আমরা বুঝতে পারলাম যে এই সফটও্যারটি সত্যিই অনেক গুরত্বপূর্ন।আর এটি সম্পূর্ন একটি ফ্রি সফটও্যার।আশা করি বোঝাতে সক্ষম হয়েছি।টাইপিং জনিত কারনে অনিচ্ছাকৃত ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর হ্যা যদি আপনার কাছে সামন্যতম গুরত্বপূর্ন মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।

➡ উপকৃত হলে আমাকে কিন্তু ধণ্যবাদ জানাতে ভূলবেন না।
Best Java, Android Games, Apps

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now