Saturday, October 17, 2015

জিপিতে ফ্রী ২০/৪০ টাকা FlexiLoad নিয়ে নিন মোবিক্যাশ থেকে, যারা পান নাই তাদের জন্য। (Updated)


আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই ? আশা করি টেকটিউনের সাথে ভালই আছেন। এটি একটি সাময়িক অফার মাত্র। এই অফারটি শুধু মাত্র গ্রামীনফোণ প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

এটা হলো MobiCash এ একাউন্ট তৈরী করার মাধ্যমে বোনাস হিসেবে ২০ টাকা ফেক্সিলোড, যেটা একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার নিতে পারবে।

জিপি তাদের MobiCash এ একাউন্ট তৈরীর পদ্ধতী পরিবর্তন করায় বিকল্প পদ্ধতী দেওয়া হলো।চলুন এবার দেখে নেয়া যাক কিভাবে MobiCash এ রেজিস্ট্রেশন করবেন…

জিপি তাদের একাউন্ট খোলার পদ্ধতী পিরবর্তন করার কারনে আমরা এবার USSD কোড ডায়েল করার পরিবর্তে ম্যাসেজ দিয়ে একাউন্ট খুলবো।

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “Tket” আর পাঠিয়ে দিন 1200 নাম্বারে।

এবার লক্ষ করুন আপনার মোবাইলে MobiCash Account Created Successfully… এ রকম একটা ম্যাসেজ এসেছে, এবং ডিফল্ট পাসওয়ার্ড ০০০০।

একাউন্ট খোলা তো হলো, এখন ২০ টাকা বোনাস কেমন করে পাবেন সেটা দেখুন…

এখন আপনার মোবাইল থেকে *777# ডায়াল করে ৩ নম্বর থেকে My Mobicash সিলেক্ট করুন, তারপর Pin Change সিলেক্ট করতে ৪ চাপুন এবং আপনার পাসওয়ার্ড চেঞ্জ করুন। (Old পাসওয়ার্ড ০০০০ দিন)

পাসওয়ার্ড পরিবর্তন শেষ হলে আবার *777# ডায়াল করে ৩ নম্বর থেকে My Mobicash সিলেক্ট করুন, তারপর Balance Enquiry করতে ৩ চাপুন, আর আপনার পাসওয়ার্ড দিয়ে Balance দেখুন…২০টাকা তাইনা। 😀

[বিঃদ্রঃ পাসওয়ার্ড পরিবর্তন না করলে ২০টাকা বোনাস পাবেন না]

এখন আপনার একাউন্ট থেকে ফেক্সিলোড করার পালা, ফেক্সিলোড করার নিয়ম আপনারা অনেকেই হয়তো পারেন তবুও দিচ্ছি।।

প্রথমে আপনার গ্রামীনফোন সিম দিয়ে ডায়াল করুন, *777#

ফিরতি বার্তার অপশন থেকে ফ্লেক্সিলোড অপশন বেছে নিতে 1 চাপুন।

পরবর্তী ধাপে আপনার নিজের সিম Prepaid হলে ১, Postpaid হলে ২ চাপুন।

এখন আপনার নিজের সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ১, অন্য সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ২ চাপুন।

এখানে আপনার টাকার সংখ্যা লিখুন ২০।

তারপর আপনার পিন নম্বর চাবে, পিন কোড দিন। (সাবধান, পিনকোড 3 বার ভূল হলে আপনাকে ব্লোক করে দিবে)

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now